রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর বাসায় ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ১১ আসামির মধ্যে পাঁচজনকে নিয়ে লুকোচুরি করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের ৫৭ ঘণ্টা (গতকাল রাত ১০টা পর্যন্ত) পরও এই পাঁচ আসামিকে আদালতে হাজির করা হয়নি। অথচ কাউকে গ্রেপ্তার করার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে পাঠানোর বাধ্যবাধকতা রয়েছে। অন্য ছয় আসামিকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, র্যাবের হাতে গ্রেপ্তার আটজনের মধ্যে সাতজনকে তাঁরা পুলিশের কাছে হস্তান্তর করেছেন। একজনকে এখনো র্যাব হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।