সম্প্রতি স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘ওয়ার টু’-এর টিজার প্রকাশ পেতেই রীতিমতো ঝড় তুলেছে দর্শক মহলে। হৃতিক রোশানের অ্যাকশন প্যাকড লুক এবং জুনিয়র এনটিআর-এর ঝলক মন জয় করে নিয়েছে দর্শকের। গতকাল (মঙ্গলবার) জুনিয়র এনটিআর-এর জন্মদিনে টিজারটি মুক্তি পাওয়ায় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

টিজারে প্রথম থেকেই হৃতিক তার দুর্দান্ত উপস্থিতি দিয়ে দর্শকদের মাতিয়ে রেখেছেন। কখনও অস্ত্র হাতে শত্রুদের মোকাবিলা করতে দেখা গেছে, আবার কখনও যুদ্ধক্ষেত্রে ক্ষতবিক্ষত তার রক্তচক্ষু নজর কেড়েছে। এমনকি, নেকড়ের সাথে তার রাজকীয় ভঙ্গিতে হেঁটে আসাটাও ছিল টিজারের অন্যতম আকর্ষণ।
এই ছবিতে হৃতিকের সঙ্গে টক্কর দেবেন দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর। যদিও টিজারে তার উপস্থিতি হৃতিকের তুলনায় কম এবং অনেকেই মনে করছেন হৃতিকের ক্যারিশমার কাছে তিনি কিছুটা ম্লান। তবে, এটি ছবির প্রয়োজনেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বেও দক্ষিণী তারকাদের বলিউডে দেখা গেছে, কিন্তু তাদের চরিত্র সেভাবে বিকশিত হয়নি। ‘ওয়ার টু’-তে জুনিয়র এনটিআর-এর চরিত্র কতটা গুরুত্বপূর্ণ হয়, তা জানতে হলে মুক্তি পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বর্তমানে ভারত-পাক সংঘাতের আবহে এই অ্যাকশন ড্রামা কতটা প্রাসঙ্গিক হবে, তা নিয়েও আলোচনা চলছে। ২০১৯ সালের ব্লকবাস্টার ‘ওয়ার’-এর এই সিক্যুয়েলটি নিয়ে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে। হৃতিকের ‘রাফ অ্যান্ড টাফ’ লুক ইতোমধ্যেই তার অনুরাগীদের মুগ্ধ করেছে।

উল্লেখ্য, আগামী ১৪ আগস্ট হিন্দি, তামিল এবং তেলেগু ভাষায় মুক্তি পাবে ‘ওয়ার টু’। হৃতিক রোশানসহ ছবির অন্যান্য কলাকুশলীরা ইতোমধ্যেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় টিজারটি শেয়ার করেছেন। হৃতিকের পোস্টে তার বান্ধবী সাবা আজাদ এবং প্রাক্তন স্ত্রী সুজান খান নতুন কাজের জন্য শুভেচ্ছা জানিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews