আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। মাঠে গড়াচ্ছে আইপিএলের এবারে আসর। সন্ধ্যায় জমকালো আয়োজন দিয়ে পর্দা উঠবে জমজমাট এই প্রতিযোগিতার। দেখা মিলবে শাহরুখ ও সালমান খানের।

আজ শনিবার শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ১৮তম আসর। উদ্বোধনী ম্যাচে মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ইডেন গার্ডেনে খেলা শুরু বাংলাদেশ সময় রাত ৮টায়।

আইপিএলের প্রথম আসরের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল এই দুই দল। এরপর আর কখনো উদ্বোধনী ম্যাচে দেখা হয়নি তাদের। ১৭ বছর পর আবারো কেকেআর-আরসিবি ম্যাচ দিয়েই শুরু হচ্ছে আইপিএল।

ক্রিকেটে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। এই আসর ঘিরে ক্রিকেটার ও দর্শকদের মাঝে উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে এই ম্যাচের সব টিকিট। প্রায় দুই মাসের মতো লম্বা এই টুর্নামেন্ট শুরুর আগে হবে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠান।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে এবারের উদ্বোধনী অনুষ্ঠান। যার টিকিটের মূল্য ধরা হয়েছে সর্বনিম্ন ৩ হাজার রুপি থেকে সর্বোচ্চ ৩০ হাজার রুপি।

জানা গেছে, এবারের অনুষ্ঠানে আলো ছড়াতে থাকবেন শাহরুখ খান, সালমান খানদের মতো বলিউডের বড় তারকারা। আরো থাকছেন শ্রদ্ধা কাপুর, দিশা পাটানি, সাইফ আলী খান, কারিনা কাপুর খান, সারা আলী খান।

তাছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশল, প্রিয়াঙ্কা চোপড়া, মাধুরী দীক্ষিতরা। আর উদ্বোধনী অনুষ্ঠানে গাইবেন অরিজিত সিং ও শ্রেয়া ঘোষালের মতো নামীদামী শিল্পীরা।

১৮তম আসরে ম্যাচ সংখ্যা বাড়ানোর কথা থাকলেও সিদ্ধান্ত থেকে সরে এসেছে আইপিএল পরিচালনা কমিটি। সব মিলিয়ে ১৩ ভেন্যুতে ৭৪টি ম্যাচ হবে এবারের আসরে।

গ্রুপ পর্ব শেষে আগামী ২০ মে থেকে শুরু হবে আইপিএলের নকআউট পর্ব। আর ২৫ মে ফাইনালের মধ্য দিয়ে এবারের আসরের পর্দা নামবে। ইডেনেই হবে এবারের আসরের ফাইনাল। তবে উদ্বোধনী ম্যাচে বৃষ্টির শঙ্কাও রয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, দক্ষিণ বঙ্গে বৃহস্পতিবার থেকে রোববার পর্যন্ত বজ্রঝড় ও বৃষ্টিপাত হতে পারে। তবে আইপিএল ইতিহাসে এখন পর্যন্ত কোনো উদ্বোধনী ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যায়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews