দক্ষিণ আফ্রিকার এসএ–২০ লিগের কোয়ালিফায়ার খেলেই ঢাকার বিমান ধরেছেন ইমরান তাহির। ৮ ফেব্রুয়ারির সেই ম্যাচের এক দিন পরেই (১০ ফেব্রুয়ারি) দক্ষিণ আফ্রিকার এই লেগ স্পিনারকে দেখা গেল রংপুর রাইডার্সের জার্সিতে। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নিজের প্রথম ম্যাচেই ৪ ওভারে ২৮ রান দিয়ে নিয়েছেন ১ উইকেট। তাহিরের কী ভাগ্য, টম ব্রুসের সেই উইকেটটাও পেয়েছেন নিজের প্রথম বলেই। এর আগে ২০১৯ সালের বিপিএলে সিলেট সিক্সার্স দলে ছিলেন, কিন্তু কোনো ম্যাচ খেলা হয়নি। বিপিএলে তাই এবারই প্রথম খেলছেন তাহির।
তবে এবারও যে খুব বেশি ম্যাচ খেলবেন, তা নয়। আগামীকাল বিপিএলের চট্টগ্রামের পর্বে খুলনা টাইগার্সের বিপক্ষে রংপুরের প্রথম ম্যাচ। ওই ম্যাচ খেলেই বিপিএল ছাড়বেন ৪৪ বছর বয়সী এই অভিজ্ঞ ক্রিকেটার। যাওয়ার আগে নিশ্চয়ই চাইবেন আরও একবার দলের জয়ে বড় অবদান রেখে যেতে।
আরও একটি গুরুত্বপূর্ণ কাজ করতে চান তাহির। তা হলো বিপিএলে নিজের দলের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানকে তাঁর নতুন ক্যারিয়ারের জন্য অভিনন্দন জানানো।