ছুটি শেষ, বসুন্ধরা কিংসের ডেরায় ফিরেছেন রাকিব হোসেন। ঘরোয়া ফুটবল মৌসুমের প্রথম ম্যাচ খেলতে পারবেন না জেনে বেশ কষ্টে আছেন। তবে পেয়েছেন সুসংবাদ। গত মৌসুমে সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। কিন্তু প্রথমবারের মতো ঘরোয়া ফুটবলে যুক্ত হওয়া নতুন টুর্নামেন্ট চ্যালেঞ্জ কাপে ট্রফি জয়ের মিশনে মাঠে থাকতে পারবেন না তিনি। এনিয়ে বরিশাল থেকে উঠে আসা উইঙ্গারের মনে চাপা কষ্ট। 

গত মৌসুমে তিন হলুদ কার্ডের কারণে এবার প্রথম ম্যাচেই গ্যালারিতে থাকতে হচ্ছে কিংসের সেরা ফুটবলারকে। মানে এক ম্যাচ নিষিদ্ধ। রাকিব মাঠে থাকা মানেই প্রতিপক্ষের জন্য ত্রাস। এমন খেলোয়াড়ের জন্য ঘরোয়া মৌসুমে প্রথম কোনও টুর্নামেন্টে খেলতে না পারা স্বাভাবিকভাবে আক্ষেপের। 

বাংলা ট্রিবিউনকে রাকিব বলেছেন, ‘দেশের সর্বোচ্চ লিগে সেরা খেলোয়াড় হওয়া দারুণ আনন্দের। এই স্বীকৃতি সামনে জাতীয় দল ও ক্লাবের জার্সিতে ভালো খেলতে প্রেরণা দেবে। কিন্তু সমস্যা হলো চ্যালেঞ্জ কাপে খেলতে পারছি না। এটা মনে হলে অনেক খারাপ লাগছে।’

রাকিব হোসেন

গত লিগে শেষ ম্যাচে শেখ রাসেলের বিপক্ষে সমতাসূচক গোলের পর রাকিব হলুড কার্ড দেখেছিলেন। সেই কার্ডে যে এবার খড়গ নেমে আসবে চিন্তাও করেননি। তিনি বলেছেন, ‘রাসেলের বিপক্ষে কার্ড নিয়ে মোট তিনটি হয়। তা যে এবার প্রযোজ্য হবে আমি জানতাম না। জানলে জার্সি খুলতাম না। এখন কী করার আছে। একটি ম্যাচ। তাও ফাইনাল বলতে হবে। সেখানে আমি খেলতে পারবো না। এই দুঃখ কোথায় রাখি।’

ঐতিহ্যবাহী মোহামেডানের বিপক্ষে ট্রফি জয়ের মিশনে রাকিবকে না পেয়ে কিংস কোচ ভ্যালেরিউ তিতেও কিছুটা চিন্তিত, ‘রাকিব কার্ডের কারণে খেলতে পারবে না। এখন ওর জায়গায় অন্য কেউ খেলবে। কিছু তো করার নেই।’

মজিবর রহমান জনি কিংবা রফিকুল ইসলাম হতে পারেন বদলি। অথবা বিদেশি কেউ। 
যেই খেলুক রাকিব চাইছেন, দল যেন মৌসুমের প্রথম ট্রফি জিতে, ‘আমি চাই কিংস প্রথমবারের মতো আয়োজিত চ্যালেঞ্জ কাপ জিতুক। যারাই খেলবে, সেরাটা দেওয়ার চেষ্টা করুক।’



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews