মৌসুমের একেবারে শেষ প্রান্তে এসে উপনীত হয়েছে ইউরোপিয়ান লিগগুলো। এরই ইউরোপের সেরা ৫ লিগের কারো কারো শিরোপা প্রায় নিশ্চিত হয়ে গেছে। তবে স্প্যানিশ লা লিগায় লড়াইটা এখনও বেশ জোরালো। বার্সেলোনা না রিয়াল মাদ্রিদ, শেষ পর্যন্ত কে জিতবে শিরোপা।

সে প্রশ্নেরও সমাধান হয়ে যাচ্ছে সম্ভবত। কারণ, এরই মধ্যে ৩ পয়েন্টের ব্যবধান তৈরি হয়েছে বার্সা ও রিয়ালের। এবার সেই ব্যবধানকে ৬ পয়েন্টে উন্নীত করার সুযোগ তৈরি করে দিলো খোদ রিয়াল মাদ্রিদ।

৩০ ম্যাচে রিয়ালের অর্জন ৬৩ পয়েন্ট। ২৯ ম্যাচে বার্সার পয়েন্ট ৬৬। আজ রাতেই রিয়াল বেটিসের সঙ্গে ম্যাচ। বার্সা জিতলেও ব্যবধান হয়ে যাবে ৬ পয়েন্টের।

শনিবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ মুহূর্তের গোলে ভ্যালেন্সিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে রিয়াল মাদ্রিদ। মৌসুমের শেষ মুহূর্তের এই হার অমার্জনীয়। এখান থেকে বের হওয়ারও সুযোগ কম। কারণ, হয়তো সব মিলিয়ে আর ৭-৮ রাউন্ডের ম্যাচ বাকি। তাতে এই ব্যবধান ঘোচানো কঠিনই বটে।

বার্নাব্যুতে ভ্যালেন্সিয়ার বিপক্ষে পূর্ণ শক্তির রিয়াল মাদ্রিদই খেলতে নেমেছিলো। পুরো ম্যাচ শুরু থেকেই প্রভাব বিস্তার করে তারা; কিন্তু ধারার বিপরীতে গোল হজম করে বসে লজ ব্লাঙ্কোজরা।

১৫ মিনিটে পিছিয়ে গোল হজম করে রিয়াল। ভ্যালেন্সিয়াকে এগিয়ে দেয়া গোলটি করেন মুকতার দিয়াকাবি। দ্বিতীয়ার্ধে গিয়ে, ৫০তম মিনিটে ভিনিসিয়ুসের গোলে সমতায় ফেরে রিয়াল মাদ্রিদ। ১-১ গোলের সমতাতেই শেষ হচ্ছিলো ম্যাচ। কিন্তু ইনজুরি সময়ে (৯০+৫ মিনিটে) হুগো দুরোর গোলে রিয়ালকে পরাজয় উপহার দেয় ভ্যালেন্সিয়া। এ জয়ে ৩৪ পয়েন্ট নিয়ে ১৫তম স্থানে রয়েছে দলটি।

আইএইচএস/এমকেআর



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews