লা লিগায় আলাভেসের মাঠে গুরুত্বপূর্ণ জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধান কমে চারে নেমে এসেছে। তবে এই জয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন কোচ শাবি আলনসো। ব্রাজিল তারকা রদ্রিগো গোয়েজের গোলে পাওয়া এই ২-১ ব্যবধানের জয়ের ফলে যে তার চাকরিও বেঁচে গেছে, আপাতত!

টানা দুই ম্যাচে সেল্তা ভিগো ও ম্যানচেস্টার সিটির কাছে হারের পর বড় চাপে ছিলেন রিয়ালের কোচ শাবি আলনসো। এতটাই চাপে যে তাকে সংবাদ সম্মেলনে তার সম্ভাব্য বদলি কোচ আলভারো আরবেলোয়াকে নিয়েও প্রশ্ন সামলাতে হয়েছিল। আলাভেসের বিপক্ষে আরেকটি হার হলে তার ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ত।

অক্টোবরে এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে শীর্ষে ছিল রিয়াল। তখন তাদের লিড ছিল পাঁচ পয়েন্ট। এরপর এলচে ও রায়ো ভায়েকানোর বিপক্ষে ড্র সহ কয়েকটি খারাপ ফল আসে। এতে করে হানসি ফ্লিকের বার্সা শীর্ষে উঠে যায়।

আলাভেসের বিপক্ষে এই ম্যাচে পয়েন্ট খোয়ালে বিপদ আরও বাড়ত, সঙ্গে আলনসোরও বিদায়ঘণ্টা বেজে যেত এমনটাই শোনা যাচ্ছিল। সেই ম্যাচে শুরু থেকে রিয়াল ছন্দে ছিল। ২৪ মিনিটে এগিয়েও যায়। কিলিয়ান এমবাপ্পে জুড বেলিংহামের পাস ধরে বক্সে ঢুকে জোরালো শটে বল জালে পাঠান। চলতি লিগে এটি এমবাপ্পের ১৭তম গোল। গত বছরের জুলাইয়ে রিয়ালে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে তার মোট গোল এখন ৭০টি।

৬৮ মিনিটে সমতা ফেরায় আলাভেস। বদলি নামার এক মিনিটের মধ্যেই কার্লোস ভিসেন্তে গোল করেন। তিনি আন্তোনিও ব্লাঙ্কোর লম্বা বল নিয়ন্ত্রণ করে গোলরক্ষক থিবো কুর্তোয়ার পাশ দিয়ে বল জালে পাঠান।

৭৬ মিনিটে আবার এগিয়ে যায় রিয়াল। রদ্রিগো গোয়েজ বক্সে ঢুকে কাছ থেকে গোল করেন। অ্যাসিস্ট দেন ভিনি জুনিয়র। এই জয়ে বড় স্বস্তি পেয়েছেন কোচ আলোনসো। লিগে রিয়ালের পরের ম্যাচ শনিবার। সান্তিয়াগো বার্নাব্যুতে তারা মুখোমুখি হবে সেভিয়ার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews