ঢালিউড ও টলিউডের নায়ক আরিফিন শুভকে এবার দেখা যাবে বলিউডের সিরিজে। সনি লিভের এই সিরিজের নাম ‘জ্যাজ সিটি’। বলা দরকার, সিরিজটি নির্মাণ করছেন সৌমিক সেন, যিনি আলোচিত ‘জুবিলি’ সিরিজের সহ-স্রষ্টা। 

জানা গেছে, গেল সাত দিন ধরে সিরিজটির শুটিং চলছে। তারই কলকাতা অংশের শুটে যোগ দিয়েছেন শুভ। খবরটি শনিবার (৯ নভেম্বর) প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার। 

প্রতিবেদনে দাবি করা হয়েছে, ‘জুবিলি’র পর নতুন এই সিরিজেও নানা চমক রেখেছেন সৌমিক সেন। যেমন, আরিফিন শুভর বিপরীতে দেখা যাবে টলি-বলিউডের উঠতি নায়িকা সৌরসেনী মৈত্রকে।

আগামী বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সিরিজর শুটিং চলবে।

সিরিজ প্রসঙ্গে কোনও তথ্য জানাতে পারছেন না আরিফিন শুভ। কারণ, এ বিষয়ে বারণ রয়েছে কর্তৃপক্ষের। তবে ভারতীয় গণমাধ্যম সূত্রে খোঁজ মিলেছে শুটিং ইউনিটের। যার মাধ্যমে জানা গেছে গল্পটির, কলকাতা শহরের বুকে গড়ে উঠতে চলেছে জ্যাজ ক্লাব। ২০-২৫টি টেবিল সাজানো। ১০০-১৫০ জনের বসার আয়োজন। ক্লাবের আবহে সময় সত্তরের দশক! যে সময় পার্ক স্ট্রিটে ‘ক্লাব সংস্কৃতি’র সুবাদে পাশ্চাত্য গানের রমরমা অবস্থা। আবহ একুশ শতকে কী করে ফিরিয়ে আনা সম্ভব?

সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছেন পরিচালক সৌমিক সেন। তিনি সেটে এক টুকরো পুরনো কলকাতাকে মনের মতো করে বানিয়ে নিচ্ছেন।

সৌরসেনী মৈত্র





ইংরেজি-সহ নানা ভাষার গান শোনা যাবে সিরিজে। একাধিক সুরকার এবং গীতিকার থাকলেও পরিচালক নাকি একটি নারীকণ্ঠ ব্যবহার করতে চলেছেন। মুম্বাইয়ের এক জ্যাজ গায়িকার কণ্ঠ শুনতে পাবেন সবাই। গায়িকা সৌমিকের হাত ধরে প্রথম হিন্দি বিনোদন দুনিয়ায় পা রাখতে চলেছেন।

বর্তমানে আরিফিন শুভর মুক্তির অপেক্ষায় আছে ‘নূর’, ‘নীলচক্র’ ও ‘ঠিকানা বাংলাদেশ’ সিনেমাগুলো।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews