গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে একটি সংগীত উৎসব থেকে ইয়াবলোনকা ও হার্নান্দেজকে জিম্মি করে নিয়ে যান গাজার শাসকগোষ্ঠী হামাসের যোদ্ধারা। আর নিশিনবাউম গাজা সীমান্তবর্তী ইসরায়েলের সেদরত শহরের বাসিন্দা। হামাসের হামলার দিন তিনি তাঁর দাদিকে খুঁজতে সীমান্তলাগোয়া একটি সামরিক ঘাঁটিতে গিয়েছিলেন। এর পর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

গত সপ্তাহে গাজা থেকে তিন জিম্মির মরদেহ উদ্ধার হওয়ার পর ছানান ইয়াবলোনকার বোন আভিভিত ইয়াবলোনকা এএফপিকে বলেছিলেন, খারাপ কোনো খবর পাওয়ার আশঙ্কা করছে তাঁর পরিবার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews