এ সংস্করণটি আরও দ্রুত এবং দৈনন্দিন ব্যবহারের জন্য বেশি উপযোগী। ছবি: গুগল

এ সংস্করণটি আরও দ্রুত এবং দৈনন্দিন ব্যবহারের জন্য বেশি উপযোগী। ছবি: গুগল

গুগলের সবচেয়ে উন্নত রিজনিং মডেল ‘ডিপ থিংক’ এখন থেকে জেমিনাই ২.৫ গুগল এআই আল্ট্রা সাবস্ক্রিপশনধারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে।

এই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের মূল্য প্রতি মাসে প্রায় ২৫০ ডলার।

গুগল প্রথমবার এই মডেলটি বার্ষিক ডেভেলপার কনফারেন্স গুগল আই/ও তে দেখিয়েছিল। এরপর “আর্লি ট্রাস্টেড টেস্টার্স” এর ফিডব্যাকের ভিত্তিতে এখন এটি আরও বড় পরিসরে চালু হচ্ছে বলে প্রতিবেদনে লিখেছে প্রযুক্তিবিষয়ক সাইট এনগ্যাজেট।

গুগলের দাবি, এই সংস্করণটি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশ নিলে ব্রোঞ্জ মেডেল পেত।

এর আগের উন্নত সংস্করণটি গোল্ড মেডেল মান অর্জন করেছিল, তবে সেটি এখনও গবেষণার জন্য সীমিত সংখ্যক গণিতবিদ ও একাডেমিকরা ব্যবহার করছেন।

গুগল বলছে, বর্তমানে উন্মুক্ত সংস্করণটি আরও দ্রুত এবং দৈনন্দিন ব্যবহারের জন্য বেশি উপযোগী।

কোম্পানিটির সবচেয়ে উন্নত রিজনিং মডেল ‘ডিপ থিংক’ কাজ করে প্যারালাল থিংকিং কৌশল ব্যবহার করে। এই প্রযুক্তি একসঙ্গে একাধিক ধারণা তৈরি করতে এবং সেগুলোকে একই সময়ে বিশ্লেষণ করতে পারে। পাশাপাশি এটি মাল্টি-মোডাল অর্থাৎ টেক্সট, ছবি এবং শব্দসহ বিভিন্ন ধরনের ডেটা গ্রহণ করতে পারে।

গুগলের তথ্য অনুযায়ী, ডিপ থিংককে বিভিন্ন এআই বেঞ্চমার্কে পরীক্ষা করা হয়েছে, যার মধ্যে রয়েছে হিউম্যানিটিস লাস্ট এক্সাম এবং লাইভকোডবেঞ্চ। এসব পরীক্ষায় এটি ওপেনএআই-এর ও৩, এক্সএআইয়ের গ্রক ৪ এবং গুগলের নিজস্ব জেমিনাই ২.৫ প্রো-কেও ছাড়িয়ে গিয়েছে।

গুগল এআই আল্ট্রা সাবস্ক্রাইবাররা এখন থেকেই জেমিনাই অ্যাপে ডিপ থিংক ব্যবহার করতে পারবেন। তবে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক প্রম্পট ব্যবহারের সীমা থাকবে। তবে, সে সংখ্যাটি গুগল নির্দিষ্ট করে জানায়নি।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews