আফগানদের বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ। নবীদের ৬৮ রানে হারিয়ে সিরিজে সমতা আনল টাইগাররা।

আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২৫২ রান করে বাংলাদেশ। জবাব দিতে নেমে আফগানিস্তান ৪৩.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৮৪ রান তুলতে সক্ষম হয়। আফগানদের পক্ষে সাদিকুল্লাহ আতাল ৩৯ ও হাসমতুল্লাহ শাহেদি ১৭ও রহমত শাহ ৫২ করে রান করেন।

বাংলাদেশের পক্ষে স্পিনার নাসুম সর্বোচ্চ ৩ উইকেট নেন। এছাড়া মিরাজ ও মুস্তাফিজুর ২টি করে উইকেট নেন।  

এর আগে ব্যাটিংয়ে বাংলাদেশের ওপেনার তানজিদ তামিম ১৭ বলে তিন চার ও এক ছক্কায় ২২ রান করে ফিরে যান। পরে সৌম্য সরকার ও নাজমুল শান্ত ৭১ রানের জুটি গড়েন। ফিরে যাওয়ার আগে সৌম্য সরকার খেলেন দুটি করে চার ও ছক্কায় ৩৫ রানের ইনিংস

অধিনায়ক শান্তর সঙ্গে মেহেদী মিরাজ কিংবা তাওহীদ হৃদয়দের জুটি জমেনি। মিরাজ ২১ ও হৃদয় ১১ রান করে ফিরে যান। পরেই শান্ত আউট হন ১১৯ বলে ৭৬ রান করে। তিনি ছয়টি চার ও একটি ছক্কা মারেন। দল ১৫২ রানে ২ উইকেট থেকে ১৮৬ রানে ৬ উইকেট হয়ে যায়। 

পরে জাকের আলী ও নাসুম আহমেদ দলকে ম্যাচে ফেরান। তারা ৪৬ রানের জুটি গড়েন। ওয়ানডে বিশ্বকাপের পর দলে ফিরে নাসুম ২৪ বলে দুই ছক্কা ও এক চারে ২৪ রান করেন। জাকের ২৭ বলে ৩৭ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে তিনটি ছক্কা ও একটি চার আসে। 

আফগানিস্তানের হয়ে স্পিনার আল্লাহ গজনফর এই ম্যাচেও ভালো বোলিং করেছেন। প্রথম ম্যাচে ৬ উইকেট নেওয়া এই ডানহাতি এদিন ১০ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাঁ-হাতি স্পিনার নাঙ্গেয়ালিয়া করোটি ৮ ওভারে ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। একই ওভারে শান্ত ও রিয়াদকে ফেরান তিনি। লেগ স্পিনার রশিদ খান ১০ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews