মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সীমান্ত পরিস্থিতি ও সাম্প্রতিক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৪৬-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়া।

সোমবার (১২ মে) বিজিবির শ্রীমঙ্গল সেক্টরের মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় অধিনায়ক জানান, সীমান্তে পুশইন ও চোরাচালানসহ নানা চ্যালেঞ্জ মোকাবেলায় বিজিবি সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। সীমান্তে টহল জোরদার ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।

এসময় তিনি আরও বলেন, সাংবাদিকরা সমাজের অগ্রভাগের কণ্ঠস্বর। সীমান্ত এলাকায় যেকোনো তথ্য বা পরিস্থিতি আমাদের জানালে আমরা দ্রুত ব্যবস্থা নিতে পারি।

সভায় বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ ও সহকারী পরিচালক মো. জামাল হোসাইন ছাড়াও উপস্থিত ছিলেন এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট এস এম উমেদ আলী, এখন টিভি ও দৈনিক শ্যামল সিলেটের এম এ হামিদ, একুশে টিভির জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, যমুনা টিভির জেলা প্রতিনিধি আহমেদ আফরোজ, আরটিভির জেলা প্রতিনিধি ভাস্কর হোম চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন দেশ রূপান্তরের জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরী, যুগান্তরের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সমকালের শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শামিম আক্তার হোসেন, কমলগঞ্জ প্রতিনিধি প্রণীত রঞ্জন দেবনাথ এবং প্রথম আলোর শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধি শিমুল তরফদার।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews