মধ্যপ্রাচ্যের দেশ কাতারের মরুর বুকে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত ফুটবল বিশ্বকাপের ২২তম আসরকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়ে গেছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। এদিকে অভিনয়ের পাশাপাশি বলিউডের অনেক তারকারই ফুটবলের প্রতি বিশেষ ঝোঁক রয়েছে। চলুন জেনে নিই বলিউড তারকাদের প্রিয় কোন দল। প্রতিবেদনে  - পান্থ আফজাল

ক্যাটরিনা কাইফ : সবার প্রিয় অভিনেত্রী ক্যাট আর্জেন্টিনা ফুটবলের অনুরক্ত। তাঁর প্রিয় খেলোয়াড় সার্জিও আগুয়েরো।

অমিতাভ বচ্চন : বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ব্রাজিল ফুটবল দলের সমর্থক। তবে লিওনেল মেসির খেলা পছন্দ করেন তিনি।

ঐশ্বরিয়া রাই : রূপ-সৌন্দর্যের দেবী ঐশ্বরিয়া রাই আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। তিনি দিয়াগো ম্যারাডোনার অন্ধ ভক্ত। বর্তমানে লিওনেল মেসিকে ম্যারাডোনারই ছায়া মনে করেন।

শাহরুখ খান : শাহরুখ খান ফুটবল খেলা খুবই পছন্দ করেন। ব্রাজিলের সমর্থক তিনি। তবে অন্যদের মতো লিওনেল মেসির খেলার ভক্ত তিনি।

দীপিকা পাড়ুকোন : শুধু বলিউডে আর্জেন্টিনার সমর্থনের তালিকাটা আরও বেশ লম্বা। এই তালিকায় রয়েছেন বলিউড দিবা দীপিকা পাড়ুকোন। তিনি লিওনেল মিসির ভক্ত।

জন আবরাহাম : জন আবরাহাম আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। তাঁর প্রিয় ফুটবলার লিওনেল মেসি, আগুয়েরো, গঞ্জালো হিগুইন।

বিপাশা বসু : জন আবরাহামের প্রাক্তন প্রেমিকা বিপাশা বসু। তবে জনের মতো তিনিও আর্জেন্টিনা দলের সমর্থক।

রণবীর কাপুর : রণবীর কাপুর সুযোগ পেলেই ফুটবল নিয়ে মাঠে নেমে পড়েন। আর্জেন্টিনা দলের সমর্থক তিনি।

শ্রদ্ধা কাপুর : আর্জেন্টিনার ফ্যান শ্রদ্ধা কাপুর। মেসি তাঁর প্রিয় খেলোয়াড়।

অভিষেক বচ্চন : বাবার মতো অভিষেকও ব্রাজিল ফুটবল দলের সমর্থক। ১৯৮২ সাল থেকে ব্রাজিল দলকে সমর্থন করেন বলে জানিয়েছেন এই অভিনেতা।

আনুশকা শর্মা : লিওনেল মেসির ভক্ত আনুশকা শর্মা। তাঁর পায়ের জাদুতে বিশ্বকাপ জিতে নেবে আর্জেন্টিনা, এমনটাই প্রত্যাশা করেন তিনি।

ববি দেওল : স্কুলে থাকতে ফুটবল খেলতেন ববি দেওল। এ জন্য পা-ও ভেঙেছেন। তবে এখনো ফুটবল দেখেন। ব্রাজিল দলের সমর্থক তিনি।

প্রিয়াঙ্কা চোপড়া : প্রিয় খেলোয়াড় ক্রিশ্চিয়ান রোনালদো। প্রিয় দল পর্তুগাল, ব্রাজিল, ইংল্যান্ড।

টাইগার শ্রফ : টাইগার শ্রফ আর্জেন্টিনার সমর্থক। তাঁর কাছে ফুটবলের ঈশ্বর লিওনেল মেসি। তবে ব্রাজিলের খেলার ধরনও তাঁর পছন্দ।

পরিণীতি চোপড়া : পরিণীতি চোপড়ার প্রিয় দল জার্মানি, আর প্রিয় খেলোয়াড় মেসুত ওজিল।

আদিত্য রায় কাপুর : আদিত্য জার্মানি দলের সমর্থক। তবে ব্রাজিল তাঁর প্রথম পছন্দ। লিওনেল মেসির খেলা তিনি পছন্দ করেন।

সিদ্ধার্থ মালহোত্রা : ব্রাজিল ফুটবল দলের সমর্থক সিদ্ধার্থ মালহোত্রা।

আলী ফজল : ব্রাজিল দলকে সমর্থন করেন আলী ফজল।

কার্তিক আরিয়ান : তাঁর পছন্দের দল ক্রোয়েশিয়া। এ ছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য দ্বিতীয় দল হিসেবে পছন্দ করেন পর্তুগালকে।

সালমান খান : বলিউড ভাইজানের প্রিয় দল নেদারল্যান্ডস।

আমির খান : ফুটবলপাগল আমির খানের প্রিয় খেলোয়াড় রোনালদিনহো। তবে ফুটবল দল হিসেবে তিনি ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানির আবেগকে শ্রদ্ধা করেন।

সানি লিওন : ক্রিশ্চিয়ানো রোনালদোর ভক্ত সানি। এবার বিশ্বকাপে তিনি পর্তুগিজদের বিশ্বজয়ের জন্য উঠেপড়ে লেগেছেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews