ঢাকা হতে নিখোঁজ এইচএসসি পরীক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পিউকে অবশেষে সাভারের একটি এলাকা থেকে উদ্ধার করেছে র‍্যাব-৪।

রোববার দিবাগত গভীর রাতে সাভার বাসষ্ট‍্যান্ডের নিউমার্কেট সংলগ্ন এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে তাকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 

এ তথ‍্য নিশ্চিত করেছেন সাভার র‍্যব-৪র সিপিসি-২ এর দায়িত্বে থাকা স্কোয়াড্রন লিডার নাজমুল।

তিনি জানান, এ ঘটনার পরপরই এ নিয়ে একটি চৌকস দল কাজ শুরু করে। তথ‍্য প্রযুক্তির মাধ‍্যমে নিখোঁজ মাহিরার লোকেশন নির্দিষ্ট করে জানতে পারে সে সাভার এরিয়াতে আছে। পরে তাকে সাভারের নিউমার্কেটের পাশ থেকে উদ্ধার করা হয়। 

র‌্যাবকে মাহিরা জানান, ‘পরীক্ষার উদ্দেশ্যে বাসা থেকে বের হওয়ার পর এক নারীর খপ্পরে পড়েন তিনি। তার নাকে কিছু একটা ছোয়ানোর পরে তিনি জ্ঞান হারান। এরপর তাকে সাভারের নির্জন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে কিছু সময় থাকার পরে তার জ্ঞান ফেরে। এরপর তাকে একটি পোশাক দেওয়া হয় পড়ার জন্য। এই সুযোগ নিয়ে তিনি ওই স্থান থেকে বেড়িয়ে আসেন।’

এর বেশি কিছু বলতে পারেননি মাহিরা।

স্কোয়াড্রন লিডার নাজমুল বলেন, তাকে উদ্ধারের পর তার চাচা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে খবর দেওয়া হয়। পরে আসে তার অভিভাবক। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট তাকে হস্তান্তর করা হয়েছে।

এর আগে, রোববার সকালে পরীক্ষার কথা বলে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসায় থেকে বের হয়ে আর বাসায় না ফিরলে পরিবারের লোকজন তার খোঁজে বের হন। পরবর্তীতে তার খোঁজে রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার পরিবার। 

পরে আইনশৃঙ্খলাবাহিনী খোঁজে নামে এবং সাভার থেকে মাহিরাকে উদ্ধার করে।

তবে কিভাবে সাভার পৌঁছালো মাহিরা এখনও সে ব‍্যাপারে নিশ্চিত হওয়া যায়নি বলেও জানায় র‍্যাব।

এএইচ




Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews