গাজীপুরে ঈদের ছুটি শেষে বাড়ি থেকে কর্মস্থলে ফেরার পথে ট্রাকচাপায় মোটরসাইকেলের দু’আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৫ এপ্রিল) রাতে ঢাকা-বাইপাস সড়কের গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন যোগীতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কুড়িগ্রামের নাগেশ্বরী থানার চন্ডীপুর গ্রামের মো: আব্দুল্লাহর ছেলে মাহবুবুর রহমান বাবু (৪০) ও একই থানার বাটুয়াখানা গ্রামের মরহুম আব্দুল মজিদ মিয়ার ছেলে মো: ওবাইদুল হক (৪৭)। এদের মধ্যে মাহবুবুর রহমান বাবু পেশায় গার্মেন্টসকর্মী এবং ওবাইদুল হক রাজমিস্ত্রি বলে জানা গেছে।
জিএমপির বাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) কায়সার আহমেদ ও স্থানীয়রা জানায়, শনিবার ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি থেকে একটি মোটরসাইকেল যোগে নারায়নগঞ্জের কর্মস্থলে যাচ্ছিলেন ওই দু’জন। পথে রাত ৮টার দিকে তারা যোগীতলা আন্ডারপাস এলাকায় পৌঁছলে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আরোহী দু’জন একই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ওসি কায়সার আহমেদ আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই দু’জনের লাশ উদ্ধার করে। তবে ট্রাকটিকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।