ভিসা কার্ড ব্যবহারে ফুড অর্ডার করলে বিশেষ সুবিধা পাবেন ফুডপ্যান্ডা গ্রাহক। ডিজিটাল পেমেন্টকে উৎসাহিত করতে ফুডপ্যান্ডার সঙ্গে অংশীজন চুক্তি করেছে ডিজিটাল পেমেন্ট সেবাদাতা ভিসা। ফুডপ্যান্ডা বাংলাদেশের প্রধান দপ্তরে চুক্তি সই হয়।
চুক্তির আওতায় ফুডপ্যান্ডা প্ল্যাটফর্মে রেস্টুরেন্ট ও হোমশেফ থেকে ৫৯৯ টাকা বা বেশি পরিমাণের অর্ডারে নির্দিষ্ট কিছু ভিসা কার্ড দিয়ে পেমেন্টে মূল্যছাড় পাবেন গ্রাহক।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ছাড় প্রযোজ্য হবে।
ফুডপ্যান্ডা বাংলাদেশের হেড অব অ্যাডভার্টাইজিং অ্যান্ড পার্টনারশিপ আদনান ফারুকী বলেন, গ্রাহক স্বাচ্ছন্দ্যের সঙ্গে মানোন্নত সেবা নিশ্চিতে কাজ করছি। গ্রাহককে ডিজিটাল পেমেন্টে উৎসাহী করতে ভিসার সঙ্গে অংশীজন চুক্তি করেছি। ফলে ভিসা কার্ড ব্যবহার করে পেমেন্ট করলে বিশেষ ছাড় পাবেন ফুডপ্যান্ডা গ্রাহকরা।
বাংলাদেশ, নেপাল ও ভুটানের ভিসা কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ বলেন, গ্রাহক এখন ডিজিটাল পেমেন্ট সুবিধাকে প্রাধান্য দেন। তাদের চাহিদা বিবেচনা করে ফুডপ্যান্ডার সঙ্গে সেবাভিত্তিক চুক্তি করেছি। গ্রাহকরা ভিসা কার্ডের মূল্যছাড় সুবিধাটি উপভোগ করবেন। অন্যদিকে দ্রুত ও ঝামেলাহীন পেমেন্টের মাধ্যমে পরিষেবার
অভিজ্ঞতা সমৃদ্ধ হবে।