বিগ ব্যাং-এর পর মহাবিশ্বে প্রথম আলোর সন্ধান পেয়েছে নাসা। নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ মহাবিশ্বের সূচনার কিছুক্ষণ পরেই প্রথম আলো জ্বলে ওঠার প্রমাণ পেয়েছে। একটি আন্তর্জাতিক গবেষণা দল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহার করে একটি প্রাচীন ছায়াপথ পর্যবেক্ষণ করেছে, যা বিগ ব্যাংয়ের ৩৩০ মিলিয়ন বছর পরে আলো নির্গত করেছিল।

এই ছায়াপথটি জেএডিইএস-জিএস-জেড ১৩-১-এলএ নামে পরিচিত এবং এটি মহাবিশ্বের প্রাচীনতম ছায়াপথগুলির মধ্যে একটি।
মজার ব্যাপার হল, এত হাইড্রোজেন গ্যাসের আড়ালে থাকা সত্ত্বেও এ ছায়াপথ আলো নির্গত করতে সক্ষম হয়েছিল, যদিও তত্ত্ব অনুসারে, এ আলো সম্পূর্ণরূপে শোষিত হওয়া উচিত ছিল। এ আলো জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে পৌঁছাতে প্রায় ১৩.৫ বিলিয়ন আলোকবর্ষ ভ্রমণ করেছে।
এর মানে হল যে, আমরা এ ছায়াপথটিকে মহাবিশ্বের শুরুর পরপরই যে অবস্থায় দেখতে পাচ্ছি, ঠিক সেই অবস্থায়ই দেখতে পাচ্ছি।

বিশেষজ্ঞরা বলছেন যে, মহাবিশ্ব যত দূরে, ততই এটি পুরানো বলে মনে হয় এবং এ পর্যবেক্ষণটি বিগ ব্যাংয়ের সবচেয়ে কাছের সময় থেকে।
নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ প্রাথমিক মহাবিশ্বের আলোর প্রমাণ প্রদান করে জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। সূত্র : জে এন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews