ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাতের কর্মসূচি ছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির। গত সোমবার এ কর্মসূচি ঘোষণার পরই ছাত্রদলকে ক্যাম্পাসে প্রতিহত করার ঘোষণা দেয় ছাত্রলীগ। ঘোষণা অনুযায়ী, কাজ (পিটিয়ে রক্তাক্ত করা) করেছে ছাত্রলীগ।

গতকাল মঙ্গলবার বিকেলে নীলক্ষেতের ‘মুক্তি ও গণতন্ত্র তোরণ’ হয়ে ক্যাম্পাসে ঢুকতে গেলে ছাত্রলীগের বাধার মুখে পড়েন ছাত্রদলের নেতা-কর্মীরা। বেপরোয়া পিটিয়ে তাঁদের রক্তাক্ত করেছে ছাত্রলীগ। পেটানোর পর ধাওয়া দিয়ে ছাত্রদলকে ক্যাম্পাসছাড়া করেছে ছাত্রলীগ।

এদিকে ক্যাম্পাসে ছাত্রদলের নেতা-কর্মীদের ওপর হামলায় জড়িত ছাত্রলীগের নেতা-কর্মীদের শাস্তি দাবি করেছে ৪টি ছাত্রসংগঠন। হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার কড়া সমালোচনা করেছেন তারা। ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ ও সব ছাত্রসংগঠনের সহাবস্থান নিশ্চিতে তাদের কেউ দ্রুত ডাকসু নির্বাচন দাবি করেছে, কেউ আবার পরিবেশ পরিষদের বৈঠক ডাকার দাবি তুলেছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews