এনসিপির মুখ্য সংগঠক এবং কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে জামায়াত জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ বলেছেন, ৫ আগস্টের আগে যারা বাকশক্তিহীন ছিলেন, তাদের বাকশক্তি হয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন। 

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টার দিকে কুমিল্লার দেবিদ্বার উপজেলার শাকতলা এলাকায় উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, দেড়টা বছর যায় নাই, এরমধ্যে তাদের কত দম্ভ? এই মাটিতে দাঁড়িয়ে উনি মহিলাদের সায়া টেনে খুলে ফেলবে। আজকে তাদের বাক ফিরে আসছে, তাদের এখন মোটামুটি মানুষের অভাব নাই, হাগডাগ দিলে প্রচুর মানুষ জড়ো হয়, তাদের কমিটিতে এখন তো লোক দিতে চাইলে এখান থেকে লাইন দিলে অনেক দূর পর্যন্ত লাইন যাবে। এখন তাদের সান সৌকত, জৌলস, তাদের এখন অনেক কিছু। জুলাই যোদ্ধা আবুবক্কর যে নিজের বাকশক্তি হারিয়েছে, যারা এতদিন বাকশক্তিহীন ছিল তাদেরকে বাকশক্তি দিয়েছে। বাকহীন বাকশক্তি পেয়ে জুলাই যোদ্ধাদের ভুলে গেছেন।

আরও পড়ুন

আরও পড়ুন

বিএনপির প্রচারণা চালিয়ে চাকরি হারালেন মুয়াজ্জিন

বিএনপির প্রচারণা চালিয়ে চাকরি হারালেন মুয়াজ্জিন

তিনি বলেন, জুলাই যোদ্ধারা যে কারণে বাকশক্তি হারিয়েছেন, এই কারণগুলো নিয়ে কথা বলতে আমরা কাউকে শুনি না। আবু বক্কর যে পরিবর্তনের জন্য রাস্তায় নেমে আসছিলেন, মাইনুদ্দিনরা যে কারণে শাহাদাত বরণ করেছেন,  সেগুলো নিয়ে কাউকে কোনো কথা বলতে আমরা শুনি না। যাই হোক মাটির ওপরে এই দম্ভ অহংকার আমরা অনেক দেখেছি।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দম্ভ কম ছিল না। কিন্তু তারা এখন কোথায়?। সময় কখনো অপরাধীকে ছাড় দেয় না। 

এ সময় স্থানীয় এনসিপি এবং জামায়াত জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews