ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে গণঅধিকার পরিষদ।

শনিবার (৩০ আগস্ট) বিকেলে শ্রীনগর উপজেলার ডাক বাংলা মোড় থেকে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি পর্যন্ত এ অবরোধ কর্মসূচি পালন করা হয়। প্রায় আধাঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দু’ লেনেই প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি জাহিদুর রহমানের নির্দেশে এ কর্মসূচিতে জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যোগ দেন।

প্রথমে ঢাকামুখী লেনে ১৫ মিনিট এবং পরে মাওয়ামুখী লেনে প্রায় ১০ মিনিট সড়ক অবরোধ করা হয়। এতে উপদেষ্টা সজিব ভূঁইয়ার গাড়ি বহরও যানজটে আটকে পড়ে। পরে প্রশাসনের অনুরোধে নেতারা অবরোধ প্রত্যাহার করে নেন।

উল্লেখ্য, শুক্রবার রাতে রাজধানীর আল-রাজি টাওয়ারের সামনে নুরুল হক নুর, সাধারণ সম্পাদক রাশেদ খানসহ শতাধিক নেতাকর্মীর ওপর হামলার অভিযোগ করেছে গণঅধিকার পরিষদ। এরই প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা গণঅধিকার পরিষদের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শহিদুল ইসলাম সেতু, শ্রীনগর উপজেলা সভাপতি আহসান হাবীব শ্যামল, সহ-সভাপতি মো: রিপন শেখ ও ওহাব দেওয়ান, সাধারণ সম্পাদক মো: জাহিদ আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো: আলামিন মাঝি, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আরাফাত শেখ সোহাগ, দফতর সম্পাদক মো: রাসেল, সিনিয়র সহ-সাধারণ সম্পাদক মো: বাবুল, সহ-সাধারণ সম্পাদক মো: সামাদ, অর্থবিষয়ক সম্পাদক মো: উজ্জ্বল হোসেন, যুব অধিকার পরিষদের জেলা সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বেপারী, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মো: ইথেন মৃধা, সাধারণ সম্পাদক মো: রাফিনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews