চার বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচরের দক্ষিণ মুন্সিহাটি এলাকায় চকলেট খাওয়ানোর কথা বলে ছয় বছরের শিশুকে ধর্ষণের দায়ে মো. নাসির (২৫) নামে এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকালে ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার আগে আসামিকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়েছে। রায়ে আসামির স্থাবর বা অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার টাকা আদায় করে ভুক্তভোগী বা তার পরিবারকে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মামলার সূত্রে জানা গেছে, নাসির বিভিন্ন অজুহাতে ওই শিশুকে আদর করতো এবং চকলেট-বিস্কুট কিনে দিতো। ২০২১ সালের ২৬ নভেম্বর দুপুর ২টার পর আসামি ভুক্তভোগীকে চকলেট খাওয়ানোর কথা বলে কামরাঙ্গীরচর থানার দক্ষিণ মুন্সিহাটি নুরু বাবুর্চীর বাড়ির পিছনে আলমগীরের খানা ভুলি কারখানার অফিস রুমে নিয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার করলে এক পর্যায়ে নাসির তাকে ছেড়ে দেয়। শিশুটি কাঁদতে কাঁদতে বাসায় এসে তার মাকে ঘটনা জানায়। শিশুটির মা ও বাবা আসামিকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করতে গেলে সে পালিয়ে যায়। পরে শিশুটিকে কামরাঙ্গীরচর ডলফিন হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে কামরাঙ্গীরচর থানায় মামলা দায়ের করেন। একই বছরের ২৭ ডিসেম্বর নাসিরকে গ্রেফতার করে পুলিশ। আসামি স্বেচ্ছায় দোষ স্বীকার করতে রাজি হওয়ায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্টেট মো. মামুনুর রশিদ ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এদিকে মামলাটি তদন্ত করে তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. রিয়াদ উদ্দিন ২০২২ সালের ৩১ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews