ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) টানা দ্বিতীয় হারের স্বাদ পেল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। লক্ষ্ণৌ সুপার জায়ান্টের কাছে আজ কোহলিরা হেরেছেন ২৮ রানে। এর আগে আইপিলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার দিয়ে শুরু করে বেঙ্গালুরু। দ্বিতীয় ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে জয় পেলেও পরের ম্যাচে হেরে যায় কলকাতা নাইট রাইডার্সের কাছে। এবার লক্ষ্ণৌর কাছেও লড়াইবিহীন আত্মসমর্পণ করল ফাফ ডু প্লেসির দল। অন্য দিকে লক্ষ্ণৌর তৃতীয় ম্যাচে এটি দ্বিতীয় জয়।

বেঙ্গালুরুতে টসে জিতে লক্ষ্ণৌকে আগে ব্যাট করতে পাঠায় বেঙ্গালুরু। কুইন্টন ডি ককের দুর্দান্ত ৮১ রানে ভর করে ২০ ওভারে ৫ উইকেটে ১৮১ রানের পুঁজি পায় লক্ষ্ণৌ। জবাবে নিয়মিত উইকেট হারিয়ে ১৯.৪ ওভারে ১৫৩ রানেই অলআউট হয়ে যায় বেঙ্গালুরু।

১৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন ম্যাচসেরা মায়াঙ্ক যাদব। এরই মধ্যে গতির ঝড়ে ‘মাথায় মারা পেসার’ হিসেবে বেশ পরিচিত পেয়েছেন যাদব। টানা দ্বিতীয় ম্যাচে ম্যাচসেরা হলেন মায়াঙ্ক। এদিন এবারের আইপিএলে নিজের করা দ্রুততম বলের রেকর্ড মায়াঙ্ক নিজেই ভেঙেছেন। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘণ্টায় ১৫৫.৮ কিলোমিটার বেগে বল করেছিলেন এ পেসার। আজ করলেন ১৫৬.৭ কিলোমিটার বেগে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews