ছেলেকে সামনে থেকে সেঞ্চুরি করতে দেখলেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। ১৬ বছর বয়সী রকি বৃহস্পতিবার ব্রিসবেনে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ইংল্যান্ড লায়ন্সের হয়ে প্রথমবার শতক হাঁকালেন।
রকি ১২৭ বলে ছয় ছয়ে ১০৮ রান করেন। তার সেঞ্চুরিতে লায়ন্স ৩১৯ রানের সংগ্রহ করে। দ্বিতীয় দিনে দলটি প্রথম ইনিংসে ১০৫ রানের লিড নেয়।
লায়ন্সের কোচ ফ্লিনটফ। গত মাসে ছেলেকে দলে নেন তিনি। জুলাইয়ে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ এর হয়ে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করার পর দক্ষিণ আফ্রিকা সফরে ডাক পান রকি।
লায়ন্সের হয়ে অভিষেকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে চার রান করেন রকি। অস্ট্রেলিয়ায় প্রথম চার দিনের ম্যাচে দুই ইনিংসে ২৩ রান করেন ডানহাতি ব্যাটার। এবার দেখা পেলেন সেঞ্চুরির।
আগামী বুধবার সিডনিতে অস্ট্রেলিয়া এ দলের বিপক্ষে প্রথম শ্রেণির টেস্ট খেলবে লায়ন্স।