সড়ক দুর্ঘটনায় একটি পা হারিয়েছেন ট্রাকচালকের সহকারী হাবিবুর রহমান (৪৩)। হাসপাতালে তিন মাস চিকিৎসা শেষে বাড়িতে ফিরে ব্যাটারিচালিত ভ্যান চালানো শুরু করেন। এখন তিনি ভ্যান চালিয়েই অনেক কষ্টে সংসার চালাচ্ছেন। তাঁর এককথা, যত কষ্টই হোক, কখনো কারও কাছে হাত পাতবেন না।
হাবিবুর রহমানের বাড়ি যশোরের কেশবপুর উপজেলার মূলগ্রাম সানাপাড়ায়। ২০০৯ সালের শেষ দিকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে কুমিল্লায় একটি ট্রাক অপর একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকচালকের সহকারী হাবিবুর রহমানের একটি পা থেঁতলে যায়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর বাঁ পা কেটে ফেলতে হয়। বাড়িতে ফিরে এলে পায়ের কাটা অংশে সংক্রমণ (ইনফেকশন) দেখা দেয়। পরে খুলনার একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। সেখানে তিন মাস চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফেরেন।