আজ চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন। জন্মদিনে তার বাবা বীরেন্দ্র নাথ সাহা, মা ছবি সাহা ও মিমের স্বামী সনির রয়েছে নানা পরকিল্পনা। পরিকল্পনা সম্পর্কে মিম কিছুই জানেন না। অবশ্য তাকে কখনো জানতে দেয়া হয়না। মিম বলেন, জন্মদিন আসার পূর্ব থেকেই একটা ভালো লাগার অনুভূতি কাজ করে। আমার প্রিয় কিছু মানুষ, যারা আমার এই দিনটিকে ঘিরে নানান ধরনের পরিকল্পনা করতে থাকেন, আমাকে সারপ্রাইজ দেন। সেক্ষেত্রে অবশ্যই আমার পরিবার সবার আগে অর্থাৎ আমার বাবা-মা আর সনি। এছাড়াও আমার ভক্তরা রয়েছে। ফলে নানা ধরনের অপ্রত্যাশিত আয়োজনের মুহুর্ত সামনে চলে আসে। আমি বিস্মিত হই, আনন্দিত হই, মুহুর্তগুলো হয়ে উঠে স্মরনীয়। ঈশ^রের প্রতি অসীম কৃতজ্ঞতা আমি এমন এক পরিবারে জন্ম নিয়েছি, যে পরিবার আমাকে তার সবটুকু দিয়েই সবসময় আমাকে আগলে রাখে। তাদের সবটুকু ভালোবাসা দিয়ে আমাকে একজন পরিপূর্ণ মানুষ করার চেষ্টা করেছেন। আমাকে আজকের অবস্থানে নিয়ে এসেছেন। ঈশ^রের কাছে একটাই চাওয়া তিনি যেন আমার বাবা মা’কে সুস্থ রাখেন। জন্মদিনে এই কামনা করি, আমি যেন ভালো ভালো কাজ দর্শককে উপহার দিতে পারি।