সিরিয়া ইস্যুতে ইসরায়েলের কর্মকাণ্ডের বিরুদ্ধে এবার সরাসরি যুদ্ধের হুমকি দিল তুরস্ক। দেশটির পররাষ্ট্রনীতিতে এক উত্তপ্ত মোড় এনে সিরিয়ায় তুরস্কের সরাসরি হস্তক্ষেপের ঘোষণা দিয়েছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বিশ্লেষকদের মতে, এর মাধ্যমে তুরস্ক কার্যত যুদ্ধের হুঁশিয়ারি দিল ইসরায়েলকে।

আঙ্কারা অভিযোগ করছে, সিরিয়াকে বিভক্ত করার গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে দখলদার ইসরায়েল। তাদের ‘নীল নকশা’ বাস্তবায়নে দামেস্কের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর ওপর একের পর এক বোমা হামলা চালানো হচ্ছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বে এই হামলাগুলোর পেছনে রয়েছে আল আহমেদ আল-শারার নামে বিভক্তিকরণমূলক পরিকল্পনা, এমনটাই মনে করছে তুর্কি কর্তৃপক্ষ।

তবে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে আঙ্কারা। হাকান ফিদান মঙ্গলবার এক বিবৃতিতে বলেন, “সিরিয়াকে বিভক্ত করার যেকোনো প্রচেষ্টা থামাতে তুরস্ক সরাসরি হস্তক্ষেপ করবে।” তিনি আরও বলেন, “দক্ষিণ সিরিয়ায় সংঘর্ষ সৃষ্টির মাধ্যমে কোনো মিলিশিয়া গোষ্ঠীর স্বায়ত্তশাসন অর্জনের প্রচেষ্টা বরদাশত করা হবে না।”

সম্প্রতি সিরিয়ার দক্ষিণাঞ্চলে দ্রুজ ও বেদুইন সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। তুরস্কের মতে, এই সংঘর্ষের পেছনেও রয়েছে ইসরায়েলের কূটকৌশল। দ্রুজদের ‘অজুহাত’ বানিয়ে সিরিয়ার অভ্যন্তরে সামরিক হস্তক্ষেপ করছে দখলদার বাহিনী।

হাকান ফিদান অভিযোগ করেন, “ইসরায়েল একটি বিভক্ত, দুর্বল ও অস্থিতিশীল সিরিয়া চায়—যেটি গোটা অঞ্চলের জন্য একটি বোঝায় পরিণত হবে। এই নীতির সুযোগ নিতে তৎপর কুর্দি মিলিশিয়ারা।” তবে তিনি জোর দিয়ে বলেন, “আমরা এই কুটচাল কখনোই সফল হতে দেব না।”

এদিকে, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ানও সম্প্রতি এক ভাষণে সিরিয়ার অখণ্ডতা রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, “সিরিয়াকে কখনোই বিভক্ত হতে দেওয়া হবে না—এই নীতিই ভবিষ্যতেও তুরস্কের অবস্থান হবে।” পাশাপাশি ইসরায়েলকে এই অঞ্চলে ‘অতিথি’ ও ‘সন্ত্রাসী রাষ্ট্র’ হিসেবেও আখ্যায়িত করেন তিনি।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “এই অঞ্চলের গোষ্ঠীগুলো যেন এই ধরনের অরাজকতাকে কৌশলগত সুযোগ হিসেবে না দেখে। কারণ, এমন প্রচেষ্টা তাদের বড় ধরনের বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে।”

সূত্র: https://www.youtube.com/watch?v=MTKKhhqvD6E



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews