ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি দিয়ে শুরু। দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে দেশিবিদেশি চক্র। তাদের টার্গেটে রয়েছেন আরও অন্তত অর্ধশতাধিক জুলাই যোদ্ধা এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। মঞ্জিলে পৌঁছাতে ইতোমধ্যে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগও করেছে তারা। সংশ্লিষ্টরা বলছেন, একাধিক সংস্থা সরকারের ঊর্ধ্বতন পর্যায়ে অনেক আগেই বিষয়টি অবগত করলেও ওসমান হাদির নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ হয়েছেন তারা। দায়িত্বপ্রাপ্তদের সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে, প্রাথমিকভাবে ২০ জন হাইপ্রোফাইল ব্যক্তির নিরাপত্তার জন্য দুজন সশস্ত্র আনসার এবং একজন পুলিশ দেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

অপরাধ বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড. তৌহিদুল হক বাংলাদেশ প্রতিদিনকে বলেন, তফসিল ঘোষণার মাত্র এক দিনের মাথায় এ হামলা নতুন করে প্রশ্ন তুলেছে রাষ্ট্রের প্রস্তুতি নিয়ে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে নির্বাচন অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ, চলন্ত বাসে অগ্নিসংযোগের ঘটনার এ ধারাবাহিকতা আলাদা করে দেখার সুযোগ নেই।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সূত্রগুলো বলছে, নির্বাচন ও রাষ্ট্রীয় স্থিতিশীলতা ভাঙতেই এ নাশকতা। ষড়যন্ত্রকারীরা নানা কৌশলে বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবশালী নেতাদের আশ্রয়ে রয়েছেন। এ জন্য তাদের অনেককে ডেকে জিজ্ঞাসাবাদও করা সম্ভব হচ্ছে না। তবে সাইবার দুনিয়ার বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই যোদ্ধাসহ বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষককে যারা প্রাণনাশের হুমকি দিয়েছেন তাদের এবং তাদের অনুসারীদের নজরদারিতে রাখা হচ্ছে। তবে তাদের অনেকেই দেশের বাইরে অবস্থান করে এসব ধ্বংসাত্মক পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন করে যাচ্ছেন। এসব কাজে সমন্বয় করে যাচ্ছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগের অন্তত ১০ জন। তারা সহায়তা নিচ্ছেন পলাতক শীর্ষ সন্ত্রাসীদের। মোটা অঙ্কের বিনিময়ে পরবর্তী টার্গেটগুলো বাস্তবায়ন করার পরিকল্পনা তাদের।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেওয়া হবে। এতে রাজনৈতিক নেতা ও সম্ভাব্য প্রার্থীদের বাসস্থান, কার্যালয়, চলাচল, জনসভা এবং সাইবার স্পেসে নিরাপত্তা নিশ্চিত করার সুস্পষ্ট নির্দেশনা থাকবে। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারির নেতা ও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিদের জন্য বাড়তি নিরাপত্তার সিদ্ধান্তও হয়েছে।

এদিকে, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও কমিশনারদের বাড়তি নিরাপত্তা দিতে গত শনিবার ডিএমপি কশিনারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। চিঠিতে সিইসি, চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সিনিয়র সচিবের জন্য বাড়তি এসকর্ট চাওয়া হয়। এর বাইরে সিইসির জন্য অতিরিক্ত আরও একটি গাড়িসহ পুলিশি এসকর্ট দেওয়ার অনুরোধ করা হয়। চিঠিতে বলা হয়, চারজন নির্বাচন কমিশনার এবং ইসি সচিবালয়ের সিনিয়র সচিবের ঢাকার বাসভবন ও অফিসে যাতায়াতসহ সার্বক্ষণিক নিরাপত্তার জন্য গাড়িসহ পুলিশি এসকর্ট দেওয়া প্রয়োজন।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এ এন এস নজরুল ইসলাম বলেন, ‘সবার নিরাপত্তা একসঙ্গে দেওয়া সম্ভব নয়। হাইপ্রোফাইল ব্যক্তি, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট হুমকি আছে, তাদের ব্যক্তিগত নিরাপত্তা দেওয়া হবে। এ তালিকায় জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতা, গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তি এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতনরাও আছেন।

জানা গেছে, তফসিল ঘোষণার পর সহিংসতার মাত্রা বাড়তে থাকায় নির্বাচন কমিশনও উদ্বিগ্ন। লক্ষ্মীপুর ও পিরোজপুরে নির্বাচন অফিসে অগ্নিসংযোগের পর সারা দেশের নির্বাচন অফিসে বাড়তি পুলিশ মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে দেশব্যাপী ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’ শুরুর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। বলেছেন, নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে। ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরিয়ে দিতে ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে।

পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বাংলাদেশ প্রতিদিনকে বলেছেন, নিরাপত্তা শঙ্কায় থাকা ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিতের একটি কমিটি গঠন করা হয়েছে। তারা সেট অব রুলস ঠিক করবেন। তবে ইতোমধ্যে আমরা কিছু হাইপ্রোফাইল ব্যক্তি, যারা নিরাপত্তা শঙ্কায় রয়েছেন তাদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে। এর বাইরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার স্বার্থে দিন ও রাতের নিরাপত্তা পরিকল্পনা নতুন করে সাজানো হচ্ছে। কোনো প্রার্থী অনিরাপদ বোধ করলে তার ব্যক্তিগত নিরাপত্তা বাড়ানো হবে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews