কিন্তু আজকাল শহর এলাকায় গাব বিক্রি করতে দেখা যায়। বিভিন্ন গলিতে ভ্যানেও বিক্রি হচ্ছে গাব। আবার কিছু অভিজাত ফলের দোকানেও গাব পাওয়া যায়। স্বাদ আর পুরোনো দিনের স্মৃতিকাতরতা ও পুষ্টি সচেতনতায় গাবের চাহিদা বাড়ছে।

দেশি ও বিলাতি দুই জাতের গাবের মধ্যে বিলাতি গাবের কদর বেশি। গাঢ় বেগুনি–লাল বিলাতি গাব ইউরোপে বাটার ফ্রুট বা ভেলভেট আপেল নামে পরিচিত। একসময়ের জংলি ফল মনে করা গাব এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১২০ থেকে ১৫০ টাকা। রাজধানীর কারওয়ান বাজার, ফার্মগেট, মোহাম্মদপুর, মিরপুর, পুরান ঢাকা ও উত্তরার বিভিন্ন বাজারে এখন গাব মিলছে।

রাজধানীর খামারবাড়িতে রাস্তায় বসে গাব বিক্রি করতে দেখা যায় কয়েকজন বিক্রেতাকে। লাল রঙের এসব গাব বরিশালের বিলাতি গাব নামেই পরিচিত বলছেন বিক্রেতারা। শৌখিন ক্রেতারা কিনছেন এ ফল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews