রোমাঞ্চ ও উত্তেজনার শিহরণ নিয়ে অপেক্ষায় সেরি আর শেষ দিন। ট্রফিতে চোখ রেখে শেষ রাউন্ডে নিজ নিজ ম্যাচ খেলতে নামবে নাপোলি ও ইন্টার মিলান। কিন্তু মহাগুরুত্বপূর্ণ সেই দিনটির আগে বড় ধাক্কা এলো দুই দলের জন্যই। ইতালির শীর্ষ লিগের পয়েন্ট তালিকায় শীর্ষ দুইয়ে থাকা দল দুটি শেষ ম্যাচে পাবে না নিজেদের কোচকে!

শেষ রাউন্ডের ম্যাচে নিষিদ্ধ হয়েছেন নাপোলির কোচ আন্তোনিও কন্তে ও ইন্টার মিলানের কোচ সিমোনে ইনজাগি। গত রোববার শেষের আগের রাউন্ডের ম্যাচে আবেগ ও উত্তেজনার পারদ এতটাই উঁচুতে ছিল যে, মেজাজ হারানোর খেসারত দিতে হচ্ছে আরও তিনজন কোচকে। শেষ রাউন্ডের ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না সেরি আর মোট পাঁচজন কোচ।

শেষ ম্যাচের আগে ৭৯ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি, ৭৮ পয়েন্ট নিয়ে ঠিক পেছনেই ইন্টার। শেষ রাউন্ডে শনিবার নাপোলির প্রতিপক্ষ ১৪ নম্বরে থাকা কাইয়ারি, ইন্টার লড়বে দশে থাকা কোমোর সঙ্গে।

পরের শনিবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পিএসজির সঙ্গে লড়বে ইনজাগির ইন্টার।

ইনজাগি এক ম্যাচ নিষিদ্ধ হয়েছে আগের রাউন্ডে লাৎসিওর সঙ্গে ম্যাচের ঘটনায়। ম্যাচটিতে জয়ের খুব কাছাকাছি ছিল ইন্টার। ম্যাচের শেষ দিকে লাৎসিওর পক্ষে একটি পেনাল্টি পরীক্ষা করতে ভিএআর মনিটর দেখতে যান রেফারি। এ সময় টাচলাইনে মুখোমুাখ হয়ে যান ইনজাগি ও প্রতিপক্ষ কোচ মার্কো বারোনি, উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে দুজনের। দুই কোচকেই তখন লাল কার্ড দেখান রেফারি।

শেষ পর্যন্ত হ্যান্ডবল থেকে পেনাল্টি দেওয়া হয় লাৎসিওকে। ৯০ মিনিটের পেনাল্টি গোলে ম্যাচে ফেরে সমতা এবং পরে খেলা শেষ হয় ২-২ ড্রয়ে। শেষ কয়েক মিনিট গ্যালারিতে বসে খেলা দেখতে হয় দুই কোচকেই।

একই দিনে নাপোলি গোলশূন্য ড্র করে রেলিগেশন বাঁচানোর লড়াইয়ে থাকা পার্মার সঙ্গে। ম্যাচের শেষ দিকে মাঠে যখন তুমুল লড়াই চলছে, টাচলাইনে তখন কথার লড়াইয়ে জড়িয়ে পড়েন নাপোলির কোচ কন্তে ও পার্মার কোচ ক্রিস্তিয়ান কিভু। এখানেও দুজনকেই লাল কার্ড দেখানো হয়।

শেষ রাউন্ডে কোনোভাবে যদি সমতায় শেষ করে নাপোলি ও ইন্টার, তাহলে শিরোপা নির্ধারণী প্লে-অফে মুখোমুখি হবে দুই দল এবং সেখানে দুই দলের কোচ ফিরতে পারবেন ডাগআউটে।

নিষিদ্ধ হওয়ার আরেক কোচ এসি মিলানের সের্হিও কনসেসাও।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews