লিগস কাপের পর সাপোর্টার্স শিল্ড। ইন্টার মায়ামির হয়ে লিওনেল মেসির যাত্রা আরও অপ্রতিরোধ্য। ইস্টার্ন কনফারেন্সের শিরোপাও জিতে নেয় মেজর সকার জায়ান্টরা। অবশ্য পূর্ণতা মেলে এমএলএস কাপ জয়ের মধ্য দিয়ে। ডিসেম্বর নিজেদের ক্লাব ইতিহাসে প্রথমবার এমএলএস কাপ জিতে মায়ামি।
আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী মেসি যেন সোনার হরিণ। যেখানেই হাত দিয়েছেন, সাফল্য ছুঁয়ে গেছে। জাতীয় দল তো বটে, ক্লাব ইতিহাসেও সফল এলএমনটেন। বার্সেলোনার পর পিএসজি, এখন ময়ামি—ক্লাবগুলোর আস্থায় শতভাগ সান্ত্বনা আর্জেন্টাইন সুপারস্টার।
এবার মেসিকে শর্টটাইম লোনে আনার পরিকল্পনা করেছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল। মেজর লিগ সকার শেষ হয়েছে গতবছরের ডিসেম্বরে। নতুন মৌসুম শুরু মার্চে। এসময়টায় অর্থাৎ শীতকালীন বিরতিতে মেসিকে দলে ভিড়ানোর পরিকল্পনা করেছে লিভারপুল।
বেশ কয়েকটি স্প্যানিশ মিডিয়া ঢালাওভাবে প্রচার করছে, লিভারপুলে মেসির অস্থায়ী চুক্তি নিয়ে দুইপক্ষের মধ্যে আলোচনা চলমান। উত্তর আমেরিকান লিগের সিজন শুরু হওয়ার আগ পর্যন্ত লিওকে ভিড়ানোর ব্যাপারে আগ্রহী অ্যানফিল্ডের ক্লাব। মার্চে শুরু হবে এমএলএস। এ সময়ে মেসিকে খেলার সুযোগ দিতে চায় তার বর্তমান ক্লাব মায়ামি।
লোনের বিষয়টি অর্গানাইজেশন ও আর্থিকভাবে জটিল হিসেবে দেখা হচ্ছে। মেসির বর্তমান ক্লাবের সঙ্গে তার দীর্ঘমেয়াদি চুক্তি থাকায় জটিলতা তৈরি হয়েছে।
লিভারপুলের লক্ষ্য শুধু মাঠের পারফরম্যান্স বাড়ানোই নয়, সামায়িক সমস্যা থেকে উত্তরণ এবং ক্লাবকে বিশ্বব্যাপী ইমেজ ধরে রাখা ও বাণিজ্যিক সম্ভাবনা জাগিয়ে তোলা। এ কারণে সংক্ষিপ্ত সময়ের জন্য হলেও মেসিকে দলে আনার পরিকল্পনা করছে অল রেডসরা।
বিডি প্রতিদিন/নাজিম