রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে রুশ বাহিনীর অবস্থান উন্নত হচ্ছে। পুতিন বলেন, ইউক্রেনে আরও ‘সামরিক অভিযানের’ পরিকল্পনা করার কাজ চলছে।

বিদ্যমান স্থল আক্রমণের বিষয়ে পুতিন বলেন, আমাদের সেনারা ইউক্রেনের ফ্রন্ট বরাবর সবঅবস্থানে, সবদিক থেকে, প্রতিদিনই উন্নতি করছে এবং অগ্রসর হওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

ক্রেমলিনে প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলুসভ, নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ও শীর্ষ জেনারেলদের সঙ্গে এক বৈঠকে পুতিন আরও বলেন, সেনাবাহিনীর কাজ ‘পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে'।

রুশ নেতা বলেন, আগামী বছরে প্রতিরক্ষা ব্যয় জিডিপির ৮ শতাংশের বেশি হবে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ কিয়েভ সফরের সময় ইউক্রেনকে অতিরিক্ত ২০০ কোটি ডলার সামরিক তহবিল দেওয়ার ঘোষণা দেওয়ার পরপরই পুতিন এই বক্তব্য দিলেন।

উল্লেখ্য, রুশ বাহিনী সম্প্রতি ইউক্রেনের খারকিভ অঞ্চলে একের পর এক গ্রাম দখল করছে। সূত্র : বিবিসি

বিডিপ্রতিদিন/কবিরুল



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews