বুন্দেসলিগায় শনিবার চ্যাম্পিয়ন হতে পারতো বায়ার্ন মিউনিখ। তারা তাদের জয়ের কাজটা সেরেছে। কিন্তু বর্তমান চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুসেন আরেক ম্যাচে এফসি অগসবুর্গকে হারানোয় শিরোপার জন্য অপেক্ষা বাড়লো। দুই দলের মধ্যে আট পয়েন্টের ব্যবধান থাকায় আজ ৩৪তম শিরোপা উদযাপন করা হলো না বায়ার্নের।

বায়ার্ন ৩-০ গোলে হারিয়েছে মাইঞ্জকে। আর লেভারকুসেন ২-০ গোলে জিতেছে অগসবুর্গের বিপক্ষে। ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ এরেনায় শিরোপা উৎসব করতে না পারায় হয়তো আক্ষেপ থাকলো বায়ার্নের।

৩১ ম্যাচে বায়ার্নের পয়েন্ট ৭৫। ৬৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে লেভারকুসেন। আগামী শনিবার আরবি লাইপজিগের মাঠে জিতলেই চ্যাম্পিয়ন হবে বায়ার্ন। কিন্তু এই ম্যাচে খেলতে পারবেন না ক্যারিয়ারের প্রথম শিরোপার খোঁজে থাকা হ্যারি কেইন। চলতি আসরে এদিন পঞ্চম হলুদ কার্ড দেখায় নিষিদ্ধ থাকছেন ইংলিশ ফরোয়ার্ড।

বায়ার্ন লিড নেয় ২৮তম মিনিটে। সার্জ গিন্যাব্রির ছোট পাস ধরে দুর্বল শট নেন লেরয় সানে। তবে জালে জড়ানোর জন্য তা যথেষ্ট ছিল। বিরতির পাঁচ মিনিট আগে একক চেষ্টায় আড়াআড়ি শটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল অলিসে।

দ্বিতীয়ার্ধে সানে দুইবার বল পোস্টে মারেন। ৮৪তম মিনিটে কর্নার থেকে হেড করে এরিক ডায়ার স্কোর ৩-০ করেন।

থমাস মুলার দ্বিতীয়ার্ধের শেষ দিকে বদলি মাঠে নামেন। তাতে ক্লাবের হয়ে ৫০০তম লিগ ম্যাচ খেলার কীর্তি গড়লেন জার্মান তারকা। কেবল একটি ক্লাবের হয়ে চতুর্থ খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগায় এই মাইলফলকে পৌঁছালেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। এই মৌসুম শেষে বায়ার্নের সঙ্গে ২৫ বছরের সম্পর্কের অবসান ঘটছে তার।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews