চিঠি ডটমি অ্যাপের মাধ্যমে বাদামি রঙের পুরোনো কাগজেই চিঠি লেখা যায়, অর্থাৎ ছবি আকারে চিঠি তৈরি হয়ে যায়। তাই ইন্টারনেট ব্যবহারকারীরা নিজের মতো করে নানা ধরনের চিঠি লিখছেন, তা আবার প্রকাশও করছেন অনলাইনে। পুরোনো দিনের চিঠির মতো দেখতে এসব ডিজিটাল চিঠি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে দ্রুতই। তরুণ পেশাজীবী সুদীপ্ত বিশ্বাস চিঠি ডটমি অ্যাপে লেখা অনেক চিঠি পড়েছেন। তিনি বলেন, ‘মানুষ তো নিজের সম্পর্কে জানতে চায়। অন্যরা কী ভাবছে, তা পড়তে চায়। বর্তমানে আমাদের অনেকেরই নাম-পরিচয় দিয়ে কাউকে কিছু বলার আগ্রহ নেই। সেখানে চিঠি ডটমিতে নাম–পরিচয় না রেখেই অন্যকে চিঠি লেখা যায়। ভালো-মন্দ সবই লেখা যায় চিঠি অ্যাপে। সবচেয়ে দারুণ বিষয় হচ্ছে, এই অ্যাপে চিঠি লেখার সময় চিঠির মতো বাংলা ফন্ট ব্যবহার করা যায়, যা অনেকটা হাতে লেখা চিঠির অনুভূতি দেয়। আমি নিজেও অনেক চিঠি লিখেছি, লেখার বেশ ভালো অভিজ্ঞতা হচ্ছে। চিঠিতে কেউ জিজ্ঞেস করেছে কেমন আছি, কেউ প্রথম প্রেমের খোঁজ নিয়েছে, কেউ জিজ্ঞেস করেছে কী করছি। কেউ কেউ শুভেচ্ছা জানিয়েছেন, কেউ আবার পুরোনো দিনের কোনো স্মৃতির কথা মনে করিয়ে দিয়েছেন। অনেকের চিঠি পড়ে বুঝতে পারছি কে লিখেছে; কিন্তু মজা নষ্ট না করার জন্য পরিচয় প্রকাশ করছি না।’