গত ২২ এপ্রিল ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারান, আহত হন ১০ জন। এ ঘটনায় পাকিস্তানের মদদ আছে বলে দাবি করে ভারত সরকার। হত্যাকাণ্ডের দায় স্বীকার করে নেয় বিদ্রোহী গ্রুপ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ), যাদেরকে পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার একটি শাখা মনে করে ভারত।
ঘটনাকে কেন্দ্র করে ভারত–পাকিস্তানের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। মে মাসের শুরুর দিকে দুই দেশের মধ্যে সামরিক সংঘাত লেগে যায়। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় কদিন পরই তারা যুদ্ধবিরতিতে রাজি হয়।