সাইকেলের সাথে গাড়ির ধাক্কা লাগার ঘটনাকে কেন্দ্র করে বিএনপি মিডিয়া সেলের পরিচয় দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর কাছে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। অভিযুক্ত ব্যক্তি কাউসার সানী নামের একজন বিএনপি মিডিয়া সেলের সদস্য।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় টিউশনে যাওয়ার সময় বেইলি রোড এলাকায় কাউসার সানীর ব্যাক্তিগত গাড়ি এলিয়ন এ১৫ যার রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো গ ৩৩-৮৩-৮০ এর সাথে ধাক্কা লাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২–২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও জিয়া হলের আবাসিক ছাত্র আকাশ মোল্লার সাইকেলের। এতে গাড়ির পেছনের লাইটের কিছুটা ক্ষতি হয়।

ঘটনার পর কাউসার সানী আকাশ মোল্লাকে সাইকেল সাইড করতে বলেন। পরে ভিকারুননিসা নূন স্কুলের সামনে সাইকেল বেঁধে তাকে জোর করে গাড়িতে তুলে বিভিন্ন মার্কেটে নিয়ে ঘুরতে থাকেন। এ সময় তিনি কখনো ৯ হাজার, কখনো ১৩ হাজার, আবার কখনো ২২ হাজার টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

ভুক্তভোগীর অভিযোগ, কাউসার সানী কখনো নিজেকে বিএনপি মিডিয়া সেলের সদস্য, কখনো বিএনপির বিটের সাংবাদিক বলে পরিচয় দেন। এ সময় তিনি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমানসহ বিভিন্ন ছাত্রদল নেতার সাথেও ফোনে যোগাযোগ করেন বলে অভিযোগ করেন ভুক্তোভুগি। তিনি নিজেকে ‘নিউজ২১’-এর সাংবাদিক বলেও দাবি করেন।

পরবর্তীতে আকাশ মোল্লার সহপাঠীরা ঘটনাস্থলে এলে তারা ক্ষতির যৌক্তিক ক্ষতিপূরণের বিষয়ে অভিযুক্তকে বোঝানোর চেষ্টা করেন। তবে কাউসার সানী উচ্চ অঙ্কের ক্ষতিপূরণ দাবিতে অনড় থাকেন। একপর্যায়ে শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে রমনা থানায় যান।

এ বিষয়ে ভুক্তভোগী আকাশ মোল্লা বলেন, “একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনি আমার কাছে বিরাট অঙ্কের ক্ষতিপূরণ দাবি করেন। আমাকে প্রায় অপহরণ করে গাড়িতে তুলে বিভিন্ন মার্কেটে ঘুরতে থাকেন। পরে আমার বন্ধুরা এলে তিনি রমনা থানায়ও আমাদের সাথে উদ্ধত আচরণ করেন। পুরো ঘটনাটি খুবই অপ্রীতিকর। এ সময় তিনি বিএনপি মিডিয়া সেল ও বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ফোন করেন।”

এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহাত খান বলেন,“তুচ্ছ ঘটনায় ভুল বোঝাবুঝি হয়েছিল। রমনা থানা বিষয়টি আপস-মীমাংসার মাধ্যমে নিষ্পত্তি করেছে।”



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews