বিপ্লবী দীনেশ গুপ্তর জীবনকাহিনি নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা মানসমুকুল পাল। ইতোমধ্যে সিনেমাটির প্রস্তুতি শুরু হয়ে গেছে বলে জানা গেছে।

জানা গেছে, এতে অভিনয় করবেন ভারতের অভিনেতা মিঠুন চক্রবর্তী। তার বিপরীতে দেখা যাবে নন্দিত অভিনেত্রী আফসানা মিমিকে।

এই খবর জানিয়ে আনন্দবাজার লিখেছে, মিঠুন ও মিমিকে নিয়ে সিনেমা বানাচ্ছেন পশ্চিমবঙ্গের পরিচালক মানসমুকুল পাল, চিত্রনাট্যও তারই লেখা।

আনন্দবাজারকে  মাসমুকুল পাল বলেছেন, কাজের জন্য মিমির সঙ্গে কথা বলতে তিনি শিগগিরই ঢাকায় আসছেন। সিনেমাটি যৌথ প্রযোজনার কী না জানতে চাইলে তিনি বলেছেন একাধিক প্রযোজনা সংস্থার সঙ্গে তার কথা হয়েছে।

সিনেমার গল্প নিয়ে পরিচালকের ভাষ্য, টানটান নাটকীয়তা রাখা হয়েছে চিত্রনাট্যে।

এই ‘সিদ্ধান্তহীনতার’ জন্য সরকার পতনের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে ইঙ্গিত করেছেন মানসমুকুল।

তিনি বলেন, 'দুই বাংলার যোগাযোগ ব্যবস্থা যে এখনও স্বাভাবিক হয়নি। তাই সব গুছিয়ে সেটে যেতে একটু সময় লাগবে। আশা করছি তত দিনে সব সমস্যা মিটে যাবে।'

মিঠুনের বিপরীতে এর আগে বাংলাদেশের নায়িকা রোজিনা অভিনয় করেছিলেন। শক্তি সামন্তের পরিচালনায় ‘অন্যায় অবিচার’ নামের ওই সিনেমাটি দুই বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হয়েছিল।

বিডি প্রতিদিন/এমএস



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews