স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ব্যাট করে ১২২ রানে অলআউট ওমান। জয়ের জন্য স্কটিশদের ১২৩ রান করতে হবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বের ১০ম ম্যাচে মুখোমুখি স্কটল্যান্ড-ওমান। টস জিতে প্রথমে ব্যাট করেস্বাগতিক ওমান।

প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপকে পড়ে যায় স্বাগতিকরা। স্কোর বোর্ডে ১৩ রান যোগ হতেই সাজঘরে ফেরেন দুই তারকা ব্যাটসম্যান।

২.৩ ওভারে মাত্র ১৩ রানেই ফেরেন জতিন্দর সিং ও ক্যাশপ প্রজাপতি। এরপর চারে ব্যাটিংয়ে নামা মোহাম্মদ নাদিমকে সঙ্গে নিয়ে ৩৮ রানের জুটি গড়েন ওপেনার আকিব ইলিয়াস।

৯.৩ ওভারে দলীয় ৫১ রানে ফেরেন আকিব ইলিয়াস। তার আগে ৩৫ বলে তিন চার ও দুই ছক্কায় করেন ৩৭ রান। দলীয় ৭৯ রানে ফেরেন মোহাম্মদ নাদিম। তিনি সাজঘরে ফেরার আগে করেন ২১ বলে ২৫ রান।

ইনিংসের শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় ওমান। সময়ের ব্যবধানে উইকেট পতনের কারণে ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২২ রানে গুঁড়িয়ে যায় ওমান।

দলের হয়ে সর্বোচ্চ ৩৭রান করেন ওপেনার আকিব ইলিয়াস। ৩৪ রান করেনঅধিনায়ক জিসান মাকসুদ, ২৫ রান করেন মোহাম্মদ নাদিন। বাকি৮ ব্যাটসম্যান দুই অঙ্কোর ফিগার রান করতে পারেননি।

এই ম্যাচে জিতলেই বিশ্বকাপের মূলপর্বের খেলা নিশ্চিত হবে স্কটিশদের। নিজেদের প্রথম খেলায় বাংলাদেশ দলকে হারায় স্কটল্যান্ড। দ্বিতীয় ম্যাচে হারায় পাপুয়া নিউগিনিকে। আজ তৃতীয় ম্যাচে স্কটল্যান্ড খেলছে স্বাগতিক ওমানের বিপক্ষে।

ওমান: আকিব ইলিয়াস, জতিন্দর সিং, খাউয়ার আলি, জিসান মাকসুদ (অধিনায়ক), ক্যাশপ প্রজাপতি, নাসিম খুশি, মোহাম্মদ নাদিম, সুরাজ কুমার, ফয়েজ বাট, সন্দ্বীপ গৌদ, বিলাল খান।

স্কটল্যান্ড: কাইল কোয়েতজার (অধিনায়ক), জর্জ মুনসে, ম্যাথিউ ক্রস, রিচি বেরিংটন, কলাম ম্যাকলয়েড, ম্যাথিউ লিস্ক, ক্রিস গ্রিভস, মার্ক ওয়াট, শ ড্যাভে, সাফইয়ান শরিফ, ব্র্যাড হোয়েল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews