দুই বাংলার প্রযোজনা প্রতিষ্ঠান চরকি, আলফা আই এবং এসভিএফ ফিল্মস একত্রে দুটি ছবি নির্মাণ করতে যাচ্ছে। ৯ ডিসেম্বর রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। জানানো হয়, ১১ ডিসেম্বর আসবে আরেকটি ছবির ঘোষণা।

শনিবার বিকেলে ঘোষণা হওয়া ‘দম’ ছবির মাধ্যমে প্রায় ৮ বছর পর আবার সিনেমা নির্মাণে ফিরছেন নির্মাতা রেদওয়ান রনি। এতে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে।

অসংখ্য জনপ্রিয় নাটক বানিয়েছেন রেদওয়াদ রনি। পরে চোরাবালি ও আইসক্রিম বানিয়েছে প্রশংসা পেয়েছেন। বিরতির পর নির্মাণে ফেরা নিয়ে পরিচালক রেদওয়ান রনি বলেন, সত্য ঘটনা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে। অনেক বছর পর চলচ্চিত্র নির্মাণের ক্ষুধা মেটানোর জন্য এই গল্পটাই আমাকে তাড়িত করছিল। সাধারণ মানুষের ভয়াবহ মানসিক শক্তি তাকে যে কোনো ভয়ংকর বিপদ থেকে বাঁচিয়ে তুলতে পারে নিমিষেই। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আনলিমিটেড বাজেট থাকবে নিশ্চিত করা হয়েছে। সিনেমাটি ২০২৫ সালে মুক্তি পাবে।

‘দম’-সিনেমার মূল চরিত্রে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। তার বিপরীতে কে অভিনয় করবেন সেটি চূড়ান্ত হয়নি বলে জানালেন পরিচালক রেদওয়ান রনি।

Reneta JuneReneta June

চঞ্চল চৌধুরী বলেন, রনির সাথে ব্যক্তিগত সম্পর্কটা অনেক দিনের। সব সময় তাকে সিনেমা বানাতে বলতাম। ফাইনালি সে আমার গলায় দড়িটা ঝুলিয়েছে। এবারের সিনেমার গল্প যখন রনি আমাকে শুনিয়েছে তখন আমি হতবাক হয়েছি। অসাধারণ একটা গল্প। আমার চরিত্রটা বেশ চ্যালেঞ্জের। সেই সাথে অনেক আয়োজন ও বিগ ক্যানভাসের সিনেমা ‘দম’। আমি মনে করি এই সিনেমাটা দুই বাংলা মিলিয়ে নতুন দিগন্তের সূচনা করবে।

‘দম’ ছবির চিত্রনাট্য লিখছেন সৈয়দ শাওকী, আল-আমিন হাসান নির্ঝর, সাইফুল্লাহ রিয়াদ, রবিউল আলম রবি এবং রেদওয়ান রনি নিজেই। ‘তকদীর’ খ্যাত শাওকী বলেন, রনি ভাই এই গল্পটা যখন আমাকে শোনান তখন তাকে জানাই তিনি সিনেমাটি না করলে এই গল্প আমি সিনেমা বানাতে চাই। ফাইনালি তিনি কাজটি করতে যাচ্ছেন। গল্পের কাজ চলছে।

বিজ্ঞাপন



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews