মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) প্রতিষ্ঠাতা সভাপতি সুলতানা কামাল তরুণ প্রজন্মের উদ্দেশে বলেছেন, নদী কখনো উৎসমুখে ফেরত যায় না। কিন্তু উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে নদী বাঁচে না। একইভাবে তরুণ প্রজন্মও উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বাঁচবে না। পরম্পরা বজায় রাখতে হবে। ইতিহাস জানতে হবে। রিসেট বাটন টিপে দেওয়াই যায়, তারপর কী হবে, সে বোধটুকুও থাকতে হবে।
বুধবার ২০ নভেম্বর ছিল জননী সাহসিকা কবি সুফিয়া কামালের ২৫তম প্রয়াণ দিবস। এ দিবস পালনের ঘরোয়া আলোচনায় কবি-কন্যা সুলতানা কামাল এসব কথা বলেন। ধানমন্ডির ৩২ নম্বরের ১৫ নম্বর বাসা বা সাঁঝের মায়ায় এমএসএফ এবং সাঁঝের মায়া ট্রাস্ট যৌথভাবে কবি সুফিয়া কামালের স্মরণসভার আয়োজন করে।