গত দুই মাসের বেশি সময় যাবৎ দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। ক্লাস-পরীক্ষা কোনো কিছুই হচ্ছে না। এরই মধ্যে সম্পন্ন হয়েছে একটি ছাত্র-জনতার সফল অভ্যুত্থান। মূলত গত ১ জুলাই থেকে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একাডেমিক কার্যক্রম বন্ধ। একই সময়ে ছাত্র ও শিক্ষকদের পৃথক দুটি আন্দোলন চলছিল। তবে কর্মসূচি ছিল অভিন্ন, ক্লাস-পরীক্ষা বন্ধ।  সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ১ জুলাই থেকে বিশ্বদ্যিালয়গুলোতে ছাত্র ধর্মঘটের ডাক দেয়।

অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা আওয়ামী লীগ সরকার কর্তৃক ঘোষিত প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে ১ জুলাই থেকে কর্মবিরতি শুরু করে। ফলে খুব দ্রুতই উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো একপ্রকার অচল হয়ে পড়ে এবং শিক্ষার্থীদের আন্দোলনও নতুন গতি পায়। গত ৫ আগস্ট রক্তক্ষয়ী এক ছাত্র–জনতার বিপ্লবের মাধ্যমে গত দেড় যুগ বাংলাদেশের জনগণের ঘাড়ে চেপে বসা শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের পতন হয়। সঙ্গে সঙ্গে প্রায় সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ব্যক্তিরা পদত্যাগ করেন।

কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের দাবির মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসনের লোকজন পদত্যাগে বাধ্য হন। এই পদগুলোতে যাঁরা ছিলেন, তাঁদের সবাই বিগত সরকারের আদর্শের লোক। ফলে বিশ্ববিদ্যালয়গুলো একেবারই অকার্যকর হয়ে পড়ে। এরই মধ্যে গত ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। গত এক মাস যাবৎ অধিকাংশ বিশ্ববিদ্যালয় একেবারে অভিভাবকশূন্য অবস্থায় রয়েছে। এর মধ্যে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ হয়েছে।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews