কর্ণাটক হারানোর পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি খুব একটা নিশ্চিন্তে ছিলেন না। কংগ্রেসের মাথাচাড়া দেওয়া, বিরোধীদের ‘ইন্ডিয়া’ জোট গঠন, মূল্যবৃদ্ধি ও বেকারত্বের ক্রমাগত ঝাপটার মধ্যে উটকো বিপত্তি হিসেবে হাজির হয় কানাডা ও যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব জোড়া অভিযোগ। এ অবস্থার মধ্যে বসন্ত সমীরণ হয়ে হাজির মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তিশগড়ের বিজয়-আখ্যান। নরেন্দ্র মোদির কাছে বছরের শেষটা এর চেয়ে ভালো আর কিছু হতো না।
এই আবেশে মাখামাখি হয়ে তিনি নতুন বছরকে আবাহন করবেন। ২০২৪ তাঁর হ্যাটট্রিকের বছর। প্রধানমন্ত্রী হিসেবে তিনিই যে তৃতীয়বার শপথ নেবেন, সেই আগাম ঘোষণা মোদি করে দিয়েছেন। নিজের ক্ষমতার প্রতি প্রগাঢ় আস্থা না থাকলে এমন বজ্র নির্ঘোষ সম্ভবপর নয়।
এই তিন রাজ্যের ফল, সত্যি বলতে কী, সবার সব হিসাব গুলিয়ে দিয়েছে। রাজনীতির প্রাজ্ঞ, বিজ্ঞ, পণ্ডিতদের ভুল প্রতিপন্ন করে তিন রাজ্যেই বিজেপি বিজয় ধ্বজা উড়িয়েছে।