রাজধানীর অন্যতম পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালের ব্যবসা প্রায় অর্ধেক কমে গেছে। ফলে বড় অঙ্কের লোকসান করেছে সরকারি মালিকানাধীন ঐতিহ্যবাহী এই হোটেল। গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে হোটেলটি ব্যবসা করেছে ২৩ কোটি টাকার। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ৪৪ কোটি টাকা। সেই হিসাবে এক বছরে হোটেলটির ব্যবসা কমেছে ২১ কোটি টাকা।
তবে ভাড়া ও সুদ বাবদ আয় মিলিয়ে চলতি বছরের জুলাই-সেপ্টেম্বরে হোটেলটির মোট আয় হয়েছে ২৭ কোটি টাকা, যা গত বছরের একই সময়ে ছিল ৪৮ কোটি টাকা। আলোচ্য সময়ে চলতি বছরে প্রতিষ্ঠানটির সব মিলিয়ে খরচ হয়েছে ৫৭ কোটি টাকা, যা গত বছরে ছিল ৬৮ কোটি টাকা। অর্থাৎ এক বছরে ইন্টারকন্টিনেন্টালের আয় ২১ কোটি ও ব্যয় ১১ কোটি টাকা কমেছে। গত বছরের জুলাই-সেপ্টেম্বর সময় প্রতিষ্ঠানটির লোকসান হয়েছিল ২০ কোটি টাকা, সেখানে এবার হয়েছে ৩০ কোটি টাকা।