আকালিক বা সময়ের আগে জন্ম নেওয়া শিশুর হার বিশ্বে সবচেয়ে বেশি বাংলাদেশে। দেশে ১৬ শতাংশ শিশুর জন্ম হচ্ছে অকালে। প্রতি ঘণ্টায় অপরিণত ও কম ওজনের তিনটি নবজাতক দেশের কোথাও না কোথাও মারা যাচ্ছে। প্রতিরোধ ও চিকিৎসার ব্যবস্থা যা আছে, তার পূর্ণ ব্যবহার হচ্ছে না।
গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আয়োজিত এক কর্মশালায় এই তথ্য জানানো হয়। ‘বাংলাদেশে অপরিণত শিশুর বোঝা, গৃহীত পদক্ষেপ ও উদ্ভাবন’ শীর্ষক এই কর্মশালা যৌথভাবে আয়োজন করে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি) ও বিএসএমএমইউ। এতে গবেষক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা, জ্যেষ্ঠ চিকিৎসক, শিক্ষার্থী এবং একাধিক পেশাজীবী সংগঠনের প্রতিনিধি অংশ নেন।