বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত চায় ভারত
বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত চায় ভারত। শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জসওয়াল। জসওয়াল বলেন, আমরা ইতিবাচক সম্পর্ক চাই। আমরা ইতিবাচক দিকে এগোতে চাই। আমরা বাংলাদেশ-ভারতের মধ্যে এমন সম্পর্ক চাই যা দুই দেশের জনগণের জন্য কল্যাণকর হবে। এটি হলো আমরা ইতিবাচক অবস্থান এবং আমাদের এ চাওয়া অব্যাহত আছে। তিনি বলেন, আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমরা বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করে সীমান্ত বেড়া নিয়ে আমাদের অবস্থান খুবই স্পষ্টভাবে জানিয়েছি।
মার্কিন নিষেধাজ্ঞায় বাড়ছে ডিজেলের দাম
রাশিয়ার তেলের ব্যবসার ওপর যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞার বাড়ছে ডিজেলের দাম। ফলে এমন পরিস্থিতি তৈরি হয়েছে সরবরাহ সংকট। যুক্তরাষ্ট্র ১০ জানুয়ারি রাশিয়ার তেল উৎপাদক ও ট্যাংকারের ওপর এ পর্যন্ত সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর উদ্দেশ্য ইউক্রেন যুদ্ধের ব্যয় বহনে দ্বিতীয় বৃহত্তম তেল রপ্তানিকারকের রাজস্ব সংকুচিত করা। নতুন নিষেধাজ্ঞায় লক্ষ্যবস্তু করা বেশিরভাগ জাহাজকে একটি কথিত গোপন বহর হিসেবে চিহ্নিত করা হয়েছে। যেটি পশ্চিমা নিষেধাজ্ঞা এড়িয়ে ভারত ও চীনে তেল সরবরাহ করত। রাশিয়ার সস্তা তেল আমদানি করে এই দেশগুলোর পরিশোধনাগারগুলো উপকৃত হয়েছে।
ধূমপানজনিত কারণে মৃত্যুর হার সবচেয়ে বেশি পাকিস্তানে
বিশ্বে ধূমপানজনিত কারণে মৃত্যুহার সবচেয়ে বেশি পাকিস্তানে। বৃহস্পতিবার ‘গ্লোবাল বার্ডেন অব ডিজিজ ২০২৪’ নামক গবেষণাপত্রে উঠে এসেছে এ তথ্য। জানা যায়, বর্তমানে দক্ষিণ এশিয়া অঞ্চলভুক্ত এই দেশটিতে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ৯১ দশমিক ১ জন মারা যান ধূমপানজনিত কারণে। এমনকি এই হার বৈশ্বিক এবং দক্ষিণ এশিয়ার গড় হারেরও বেশি। বর্তমানে বিশ্বে গড়ে প্রতি ১ লাখ মানুষের মধ্যে ধূমপানজনিত কারণে মৃত্যু হয় ৭২ দশমিক ৬ জনের, আর দক্ষিণ এশিয়ায় এই হার ৭৮ দশমিক ১ জন।
ইন্দোনেশিয়ায় অগ্ন্যুৎপাত, বাস্তুচ্যুত ৩ হাজার
ইন্দোনেশিয়ার মাউন্ট ইবু আগ্নেয়গিরির নিকটবর্তী এলাকা থেকে প্রায় তিন হাজার বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। চলতি সপ্তাহে ইবু থেকে ধূসর ধোঁয়া ও ছাইয়ের ঘন মেঘের উদ্গিরণ হয়ে প্রায় চার কিলোমিটার উপরে পর্যন্ত ছড়িয়ে পড়ে। ফলে সতর্কতাস্বরূপ এই পদক্ষেপ নেওয়ায় কথা বৃহস্পতিবার জানিয়েছে কর্তৃপক্ষ। দেশটির আগ্নেয়গিরি বিষয়ক সংস্থা জানিয়েছে, বুধবার সকালে প্রায় মিনিট দুইয়ের জন্য লাভা উদ্গিরণ করেছে মাউন্ট ইবু। তাৎক্ষণিকভাবে ওই এলাকায় উচ্চ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
শেষ সময়ে আরও আড়াই হাজার অপরাধীর সাজা কমালেন বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে যাচ্ছেন জো বাইডেন। ২০ জানুয়ারি তার স্থলাভিষিক্ত হবেন ডোনাল্ড ট্রাম্প। তবে বিদায় নেওয়ার আগে অন্যান্য পদক্ষেপের পাশাপাশি অনেক অপরাধীকে ক্ষমা ও সাজা কমিয়ে দিয়েছেন বাইডেন। এরই অংশ হিসেবে এবার আরও দুই হাজার পাঁচশ জনের সাজা কমিয়ে দিয়েছেন বাইডেন, যা এক দিনে মার্কিন ইতিহাসে এই প্রথম। তিনি এটিকে ভুল সংশোধন, শাস্তির বৈষম্য সংশোধন এবং যোগ্য ব্যক্তিদের তাদের পরিবারে ফিরে যাওয়ার সুযোগ প্রদানের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছে।
যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধের রায় বহাল
জাতীয় নিরাপত্তা শঙ্কার জেরে আগামী রোববার থেকে যুক্তরাষ্ট্রে বন্ধ হচ্ছে জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক। দেশটির আদালত টিকটকের আপিল খারিজ করে দিয়েছেন। এর ফলে যুক্তরাষ্ট্রে টিকটক বন্ধ-ই হয়ে যাচ্ছে। প্রতিবেদনে লন্ডনভিত্তিক সংবাদ সংস্থাটি জানিয়েছে, চীনা মালিকানা প্রতিষ্ঠান বাইটড্যান্সের ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটককে না বলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি আদালত। দেশটির প্রায় ১৭০ মিলিয়ন এই অ্যাপটি ব্যবহার করেন।
‘বিশ্বসেরা শহর’ দক্ষিণ আফ্রিকার কেপটাউন
প্রকৃতির অসাধারণ সৌন্দর্য, মনোমুগ্ধকর পরিবেশ এবং পর্যটন ব্যবস্থা- সর্বোপরি ভ্রমণের উপযুক্ত আবহাওয়ার শহর দক্ষিণ আফ্রিকার কেপটাউন। মর্যাদাপূর্ণ তালিকার শীর্ষ স্থান অর্জন করে আবারও ‘বিশ্বের সেরা শহর’ হিসেবে নির্বাচিত হয়েছে। ২০২৫ সালের জন্য টাইম আউটের ‘বিশ্বের সেরা শহর’ হিসেবে কেপটাউন শীর্ষ স্থান অর্জন করেছে। এর পর দ্বিতীয় ব্যাংকক, তৃতীয় নিউ ইয়র্ক, চতুর্থ মেলবোর্ন এবং লন্ডন শীর্ষ পাঁচে রয়েছে।
বুশরা বিবি গ্রেফতার
আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার রায়ের পরপরই গ্রেফতার করা হয় তাকে। ১৯ কোটি পাউন্ডের দুর্নীতির এ মামলায় সাবেক ক্রিকেটার ইমরান খানকে ১৪ বছরের সাজা দেওয়া হয়েছে। রাওলপিন্ডির আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতকক্ষে বিচারপতি নাসির জাভেদ রানা এ রায় ঘোষণা করেন। এর আগে তিনবার রায় ঘোষণার তারিখ নির্ধারণ করেও তা পেছানো হয়েছিল। আর সবশেষ এক বছর ধরে এই কারাগারেই রয়েছেন পিটিআই প্রতিষ্ঠাতা।
লুটপাটের মুখে দক্ষিণ সুদানে কারফিউ জারি
দক্ষিণ সুদানের রাজধানী জুবায় বিক্ষোভ লুটপাটে রূপ নিয়েছে। এতে শহরটিতে রাত্রিকালীন কারফিউ জারি করেছে পুলিশ। বৃহস্পতিবার সুদানের একটি শহরে দক্ষিণ সুদানের ২৯ নাগরিকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভকারীরা সুদানের মালিকানাধীন বেশ কয়েকটি দোকানে লুটপাট চালায়। এ সময় কর্তৃপক্ষ সতর্কতামূলক গুলি ছুড়েছিল। এ অবস্থায় দক্ষিণ সুদানের প্রেসিডেন্ট সালভা কির সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আমি আপনাদের সবাইকে সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছি এবং দক্ষিণ সুদান ও সুদান সরকারকে বিষয়টি সমাধানের সুযোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।
ট্রাম্পের অভিষেকে দাওয়াত পাননি মোদি
যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি শপথ নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। এ শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় স্থান পেয়েছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকে। তবে শপথ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং আমন্ত্রণ পেলেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম নেই আমন্ত্রিত অতিথিদের তালিকায়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর বলেছেন, তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে ট্রাম্পকে ‘বন্ধু’ সম্বোধনকারী ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে মুখপাত্র রণধীর জয়সোয়াল বিষয়টি এড়িয়ে যান।