আদেশ অনুসারে, বছরে দুবার বড় মেয়েকে নিয়ে বাংলাদেশে আসতে পারেন শিশুদের মা। এলে আসা-যাওয়ার দুই দিন বাদে পাঁচ দিন তাঁরা অবস্থান করবেন। আসার তিন সপ্তাহ আগে মা শিশুদের বাবাকে তা অবহিত করবেন, যাতে বাবা প্রয়োজনীয় ব্যবস্থাপনার জন্য পর্যাপ্ত সময় পান। বাংলাদেশে আসার ক্ষেত্রে বড় মেয়ে ও তার মায়ের বাংলাদেশে আসা-যাওয়া, থাকা, যাতায়াত ও খাবার খরচ বহন করবেন শিশুদের বাবা। বাংলাদেশে অবস্থানের সময় প্রতিদিন দুই শিশু এবং তাদের মা–বাবা একত্রে সাত ঘণ্টার জন্য সাক্ষাৎ করতে পারবেন। তবে বাবার হেফাজতে থাকা মেজ মেয়েটি মায়ের কাছে এবং মায়ের হেফাজতে থাকা বড় মেয়েটি বাবার কাছে পুরো রাত থাকতে পারবে না।
ইমরান ও এরিকোর দুই শিশুর হেফাজত নিয়ে বিচারিক আদালতের দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে শিশুদের বাবার করা এক আবেদনের চূড়ান্ত শুনানি শেষে গত ১৩ ফেব্রুয়ারি হাইকোর্ট রায় দেন। রায়ে বলা হয়, ব্যতিক্রমী পরিস্থিতি বিবেচনায় প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত মেজ মেয়ে তার বাবা ইমরানের হেফাজতে থাকবে। আর বড় মেয়ে তার মা এরিকোর হেফাজতে থাকবে। হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে মা এরিকো নাকানো ও বাবা ইমরান শরীফের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করেন।