টমি ব্রুসের কাছে এক সাংবাদিক প্রশ্ন রাখেন, বাংলাদেশে অধ্যাপক ইউনূসের সরকারের আমলে ইসলামি উগ্রবাদের উত্থানের আশঙ্কা জানিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সপ্তাহ দুয়েক আগে নিউইয়র্ক টাইমস এ সংক্রান্ত একটি প্রতিবেদন করেছে। ঢাকায় প্রকাশ্যে ওসামা বিন লাদেনের ছবি হাতে বিক্ষোভ করতে দেখা গেছে। নাৎসি চিহ্নযুক্ত পোস্টার হাতেও ছবি দেখা গেছে।
প্রশ্নকারী সাংবাদিক আরও বলেন, ইহুদিবিরোধী বিক্ষোভ থেকে কেএফসি, কোকাকোলার মতো মার্কিন ব্র্যান্ডকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের পাশাপাশি...
এ পর্যায়ে ওই সাংবাদিককে থামিয়ে মুখপাত্র টমি ব্রুস বলেন, ‘আমি আপনার আবেগের প্রতি সম্মান জানিয়ে বলতে চাই, বাংলাদেশ নিয়ে বেশ কিছু ইস্যু রয়েছে। এটা এমন একটি দেশ, যাকে নিয়ে আমরা আগেও (ব্রিফিংয়ে) অনেক কথা বলেছি। এখানে উত্থাপিত প্রশ্নের উত্তরও দিয়েছি। কাজেই নির্দিষ্ট একটি প্রেক্ষাপটে, আমরা এটা আলাদাভাবে আলোচনা করব।