সিলেটের ছোট বাউন্ডারি চট্টগ্রামে আবার বড় হয়ে গেলেও উইকেট এখানেও ব্যাটিং সহায়কই। ১৬৫ রানের লক্ষ্য, ওভার প্রতি সাড়ে আটেরও কম রানের লক্ষ্য এমন উইকেটে বড় কিছু হওয়ার কথা নয় কিংসের জন্য। তার ওপর টানা সাত ম্যাচ খেলিয়ে এই ম্যাচেই রংপুর প্রথম বিশ্রাম দিয়েছে পেসার নাহিদ রানাকে। তবু জয়ের ধারা অব্যাহত রাখতে সমস্যা হয়নি আকিফ জাভেদের দুর্দান্ত বোলিংয়ের কল্যাণে।
নিজের প্রথম ৫ বলে ১৬ রান হজম করা আকিফ পরের ২১ বলে ১৬ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। এর আগে ইনিংসের প্রথম বলেই চিটাগংয়ের ওপেনার উসমান খানকে ফিরিয়ে রংপুরকে ভালো শুরু এনে দেন রাকিবুল হাসান। সাত ওভারের মধ্যে দলের ৫৩ রানে পড়েছে চিটাগংয়ের আরও ৩ উইকেট।