এআই স্মার্ট ডিভাইস

নতুন স্মার্টফোন মডেল এক্স৫বি প্লাস উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। ব্র্যান্ডের এক্স সিরিজের নতুন মডেলে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ, স্টোরেজ, অত্যাধুনিক এআই ক্যামেরা ফিচার ও হাইপারফরম্যান্স ডিসপ্লে। আগ্রহী যারা অ্যান্ট্রি-লেভেল ক্যাটেগরিতে নতুন ফোন খুঁজছেন, তাদের জন্যই মডেলটি ডিজাইন করা বলে নির্মাতারা জানান। জানা গেছে, পূর্ণ চার্জে টানা দু’দিন ব্যবহারযোগ্য। ব্যাটারি ৫২০০ মিলিঅ্যাম্পিয়ার।

প্রসেসর মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর সিরিজ। ৭৩১ডব্লিউএইচ/এল এনার্জি-ডেন্সের ব্যাটারি ৮.৭ মিলিমিটার পুরুত্বের ডিজাইন। পূর্ণ চার্জে অনলাইন ব্রাউজিং করা যাবে টানা ২২ ঘণ্টা। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা যাবে ২৩ ঘণ্টা। সুপার পাওয়ার সেভিং মোডের কারণে মাত্র ১০ শতাংশ ব্যাটারির চার্জ থাকলে মডেলটি ১৯ ঘণ্টার বেশি স্ট্যান্ডবাই সুবিধা দেবে। ১২৮ জিবি ইন্টারনাল মেমোরিতে গ্রাহক ৬০ হাজারের বেশি ছবি,

২৪ হাজারের বেশি গান বা দুই শতাধিক সিনেমা সংরক্ষণ করতে পারবেন। মডেলের টার্বো র‌্যাম প্রযুক্তি, যা ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করে ৪ জিবি থেকে ৮ জিবি পর্যন্ত র‌্যামের কার্যক্ষমতা বাড়ায়। ফলে মাল্টিটাস্কিং হবে স্বাচ্ছন্দ্যময়।

মডেলের ডিসপ্লে ৬.৫৬ ইঞ্চি ক্লিয়ার, ৯০ হার্টজ হাই রিফ্রেশ রেটে আলট্রাস্মুথ ভিজ্যুয়াল নিশ্চিত করবে। ৫৩০ নিটস আলট্রাহাই ব্রাইটনেসের কারণে সরাসরি সূর্যের আলোতে ডিসপ্লে থাকবে স্বচ্ছ। অন্যদিকে ই-বুক মোড, আই প্রটেকশন মোড, ডিসি ডিমিং ও ডায়নামিক ডিমিং ডিসপ্লের মতো অ্যাডভান্সড ‘আই প্রটেকশন’ ফিচার যুক্ত। মডেলে থাকছে ৫০ মেগাপিক্সেলের এআই আলট্রাক্লিয়ার প্রধান ক্যামেরা, ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। তিনটি রঙের বৈচিত্র্যে আছে মিডনাইট ব্ল্যাক, ওশান ব্লু ও স্টারি পার্পল।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews