এখন থেকে ইনস্টাগ্রামে লাইভে যেতে চাইলে অ্যাকাউন্ট অবশ্যই পাবলিক হতে হবে, সঙ্গে থাকতে হবে কমপক্ষে এক হাজার ফলোয়ার। নতুন এ নিয়ম ছোট ক্রিয়েটরদের জন্য বড় ধাক্কা হয়ে এসেছে।

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যমটিতে এতদিন ফলোয়ার সংখ্যা বা অ্যাকাউন্টের ধরন যা-ই হোক না কেন যেকোনো ব্যবহারকারী লাইভে যেতে পারতেন। তবে এখন যাদের ফলোয়ার সংখ্যা এক হাজারের কম, তারা আর লাইভে যেতে পারবেন না। নিয়মিত ব্যবহারকারীরাও অনেক সময় মজা করার জন্য বন্ধুদের সঙ্গে লাইভ করতে পছন্দ করে - বন্ধ হয়ে যাচ্ছে সেটিও।

প্রযুক্তি বিষয়ক সাইট টেকক্রাঞ্চকে বিষয়টি নিশ্চিত করে ইনস্টাগ্রাম বলেছে, শর্ত পূরণ না করা ব্যবহারকারীরা লাইভে যাওয়ার চেষ্টা করলে একটি নতুন নোটিস দেখতে পাবেন।

নোটিসে স্পষ্ট করে লেখা থাকবে, “আমরা এই ফিচার ব্যবহারের শর্ত পরিবর্তন করেছি। শুধুমাত্র পাবলিক অ্যাকাউন্ট এবং এক হাজার বা তার বেশি ফলোয়ার রয়েছে এমন ব্যবহারকারীরাই লাইভ ভিডিও তৈরি করতে পারবেন।”

ইনস্টাগ্রামের নতুন নীতিতে ক্ষুব্ধ ব্যবহারকারীরা সোশাল মিডিয়ায় সরব। অনেকেই এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাচ্ছেন।

এই পরিবর্তন ইনস্টাগ্রামের লাইভ ফিচারকে টিকটকের সঙ্গে আরও বেশি সামঞ্জস্যপূর্ণ করেছে কারণ টিকটকেও লাইভে যেতে ন্যূনতম এক হাজার ফলোয়ার থাকতে হয়। এর তুলনায় ইউটিউবে লাইভ ফিচার চালু করার জন্য মাত্র ৫০ জন সাবস্ক্রাইবারের শর্ত রয়েছে।

যদিও ইনস্টাগ্রাম এই সিদ্ধান্তের নির্দিষ্ট কারণ জানায়নি, কোম্পানিটি বলছে এই পদক্ষেপ মূলত লাইভ কনটেন্টের সামগ্রিক অভিজ্ঞতা উন্নত করতে নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, এতে নিম্নমানের স্ট্রিমিং কমে যাবে, কারণ শুধু প্রতিষ্ঠিত দর্শক থাকা ক্রিয়েটররাই লাইভে যেতে পারবেন।

এর পেছনে আরেকটি কারণ হিসেবে কোম্পানিটির ব্যয় সাশ্রয় নীতিকে দেখা হচ্ছে। লাইভস্ট্রিম হোস্ট করা ব্যয়বহুল হওয়ায় মেটা হয়ত অল্প দর্শকসংখ্যার লাইভ সম্প্রচার করতে চাইছে না বলে প্রতিবেদনে লিখেছে টেকক্রাঞ্চ।



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews