জামালপুরে পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর বাড়ি থেকে আট জনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পৌর শহরের পাথালিয়া এলাকার ওই বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

মঙ্গলবার দুপুরে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, সোমবার রাতে সাবেক পৌর মেয়রের বাড়িতে বেশ কয়েকজন ব্যক্তি একত্র হয়ে রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় আট জনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন– পাথালিয়া পশ্চিমপাড়া এলাকার মৃত কেরামত আলীর ছেলে আব্দুল মান্নান (৪৮), একই এলাকার মৃত আলী আকবরের ছেলে আকরাম হোসেন (৫২), মৃত সুরুজ আলীর ছেলে মাহমুদুর রহমান (৪৫), মৃত গুল মাহমুদের ছেলে আব্দুল মজিদ, পাথালিয়া গুয়াবাড়ী এলাকার মৃত ইন্তাজ আলীর ছেলে হেলাল উদ্দিন (৪৫), পাথালিয়া মধ্যপাড়া এলাকার মৃত আজিজুল হকের ছেলে সাবেক মেয়রের অফিস সহকারী রাশেদুল ইসলাম (৩৯), কম্পুপুর মধ্যপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে শামীম (৩৮) এবং বসাকপাড়া এলাকার মণীন্দ্র চন্দ্র দের ছেলে বিজয়। তবে তাদের কোনও রাজনৈতিক পরিচয় জানা যায়নি।

ওসি বলেন, ‘আমরা ওই আট জনকে আটক করে থানায় নিয়ে এসেছি। তারা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে বা জুলাই-আগস্টের ঘটনায় জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। মামলা দায়ের করে যথাযথ আইনি প্রক্রিয়ায় আজ তাদের আদালতে সোপর্দ করা হবে।’ 



Contact
reader@banginews.com

Bangi News app আপনাকে দিবে এক অভাবনীয় অভিজ্ঞতা যা আপনি কাগজের সংবাদপত্রে পাবেন না। আপনি শুধু খবর পড়বেন তাই নয়, আপনি পঞ্চ ইন্দ্রিয় দিয়ে উপভোগও করবেন। বিশ্বাস না হলে আজই ডাউনলোড করুন। এটি সম্পূর্ণ ফ্রি।

Follow @banginews